হেযবুত তওহীদ

মানবতার কল্যাণে নিবেদিত

হেযবুত তওহীদ সত্যনিষ্ঠ আলেমদের বিরোধিতা করে না, ধর্মব্যবসার বিরোধিতা করে

পাঠক-জিজ্ঞাসা:
ইদানীং দেশেরপত্রে প্রকাশিত বিভিন্ন নিবন্ধ পাঠ করার পর অনেক পাঠক টেলিফোনে অভিযোগ করেন যে হেযবুত তওহীদ ইসলামের কথা বলে, আল্লাহর সার্বভৌমত্বের কথা বলে, শেষ রসুলকে আদর্শ হিসাবে মান্য করে, কিন্তু এসব করা সত্ত্বেও হেযবুত তওহীদ কেন আলেমদের বিরোধিতায় নেমেছে?

এই প্রশ্নের উত্তরে আমরা বোলব, প্রিয় পাঠক, আপনারা জানেন, সত্যনিষ্ঠ আলেম তারাই যাদেরকে আল্লাহ তওহীদের জ্ঞান দান কোরেছেন এবং যারা সেই জ্ঞান অন্যদেরকে নিঃস্বার্থভাবে দান করেন। তারা আল্লাহর কাছে যেমন সম্মানিত তেমনি আমাদের কাছেও সম্মানিত। যে সকল আলেমগণ তাদের লব্ধ জ্ঞানকে নিঃস্বার্থভাবে মানুষের কল্যাণের জন্য, মানবতার মুক্তির জন্য কাজে লাগাচ্ছেন, কিন্তু এর জন্য বিনিময় গ্রহণ কোরছেন না সে সমস্ত সত্যনিষ্ঠ আলেমদের ব্যাপারে আমাদের অগাধ শ্রদ্ধা-ভক্তি ও সম্মান রোয়েছে। যদিও তারা বর্তমান সমাজে যে সকল কাজকে ছোট কাজ বলে গণ্য করা হয়, সেগুলির দ্বারা হালাল জীবিকা উপার্জন করেন তবু তাদেরকে কোনভাবেই ছোট বলে মনে কোরি না। আমরা বিরোধিতা কোরি সে সমস্ত আলেম দাবিদারদের যারা ধর্ম নিয়ে ব্যবসা কোরে নিজেদের জীবিকা হাসিল করে অর্থাৎ ধর্মব্যবসায়ী। আমাদের বিরোধিতার কারণ আল্লাহ দীনের কাজের বিনিময় নেওয়াকে নিষিদ্ধ কোরেছেন, সেহেতু আমরাও কিছুতেই তাদের এ সকল কাজকে সমর্থন কোরতে পারি না। ইতমধ্যে ধর্মব্যবসা পরিত্যাগ কোরে বেশ কয়েকজন সম্মানিত আলেম হেযবুত তওহীদের সাথে ঐকমত্য পোষণ কোরে সম্পূর্ণ নিঃস্বার্থভাবে মানবতার কল্যাণে আত্মনিয়োগ কোরেছেন। তাদের অনেকে হালাল রুজি আহরণের জন্য আল্লাহর উপর ভরসা কোরে কায়িক শ্রমের পথও গ্রহণ কোরেছেন। তাদের প্রতি আমাদের অশেষ শ্রদ্ধা।

সার্চ করুন

যুক্ত হোন আমাদের ফেসবুক পেজের সাথে...