হেযবুত তওহীদ

মানবতার কল্যাণে নিবেদিত

হায় আধুনিক সভ্যতা – রিয়াদুল হাসান

অন্তরের বন্ধ দ্বার
খুলতে কেন দ্বন্দ্ব আর?
বন্ধু বড়ই দুঃসময়
কাঁদছে মানুষ বিশ্বময়,
স্বার্থ নিয়ে আর কতকাল
করবে নিজের শক্তিক্ষয়?
মতবাদের মরীচীকার
পিছে পিছে ছুটে চলি
অবিচারীর গোলাম হয়েও
মুখে স্বাধীনতার বুলি।
সুখের আশায়…
কড়াই থেকে যাই চুলায়।
ক্লান্ত সবাই পথ খুঁজে
সূর্য গেল অস্ত যে,
হায় আধুনিক সভ্যতা!
লাশ মাড়িয়ে যাই কোথা?
রক্তনদীর দুই কিনারে
আয়লানেরা নিদ্রা যায়।
মানুষ হয়ে পশুর মতন
কত জনম রইবে বেঁচে?
আহার বিহার বংশগতির
শেষে যাবে মরে পচে।
ভোগের নেশায়…
অর্থবিহীন জীবন যায়।
মানবকুলে জন্ম যার
সে হায় এমন নির্বিকার?
ধর্ষিতার ঐ আর্তনাদ
নিষ্পাপেরই রক্তপাত-
আর কত প্রাণ ঝরার পরে
লড়বে তুমি দুর্নিবার?

সার্চ করুন

যুক্ত হোন আমাদের ফেসবুক পেজের সাথে...