হেযবুত তওহীদ

মানবতার কল্যাণে নিবেদিত

সুনামগঞ্জের চৌমুহনীতে ধর্মসভা

২০ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে জঙ্গিবাদ, সন্ত্রাস ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সুনামগঞ্জের সদর উপজেরার চৌমুহনীতে এক বিশাল ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিম। এতে অতিথি হিসেবে ছিলেন সুনামগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার, জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোকসেদ আলী। বিশেষ অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান উসমান গণি, বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান (জজমিয়া), হেযবুত তওহীদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল আলম উখবাহ, সুনামগঞ্জ জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: শাহনুর, রঙ্গারচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম, জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের সদস্য আ: লতিফ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. নাদির শাহ, আমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ ও সহকারী শিক্ষক মো. হোসেন প্রমুখ।

মাহফিলে হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেন, “সারা পৃথিবীতে মুসলিম জাতির উপর যে নির্যাতন ও বিভীষিকা চলছে তা আল্লাহর প্রতিশ্রুতির বিপরীত। আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন মোমেনদের হাতে তিনি পৃথিবীর কর্তৃত্ব ও নেতৃত্ব তুলে দেবেন। পৃথিবীতে আবারো সম্মানের অবস্থানে ফিরে আসতে মুসলিম জাতিকে ইসলামের সঠিক শিক্ষার উপর ঐক্যবদ্ধ হতে হবে”।

অনুষ্ঠানের ভিডিও

সার্চ করুন

যুক্ত হোন আমাদের ফেসবুক পেজের সাথে...