চলমান সংকট নিরসনে ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’র প্রস্তাবনা তুলে ধরে সিরাজগঞ্জে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। হেযবুত তওহীদ সিরাজগঞ্জ শাখার উদ্যোগে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় নগরীর জারা ফাস্টফুড এন্ড চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত এই বৈঠকে চলমান সংকট নিরসনে একটি বিকল্প ব্যবস্থার রূপরেখা উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে জেলার বিশিষ্ট সাংবাদিক, শিক্ষক, আইনজীবী, বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
হেযবুত তওহীদের রাজশাহী আঞ্চলিক সভাপতি আশেক মাহমুদের সঞ্চালনায় গোলটেবিল বৈঠক অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন হেযবুত তওহীদের রাজশাহী বিভাগীয় সভাপতি মো. মশিউর রহমান।
তিনি বলেন, “একটি রাষ্ট্রের শান্তি, শৃঙ্খলা ও সামগ্রিক প্রগতি তার গৃহীত ব্যবস্থার ওপর নির্ভরশীল। ইতিহাস সাক্ষী, মানবসৃষ্ট কোনো মতবাদ বা সিস্টেম পৃথিবীতে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি, বরং সংঘাত, বিভেদ ও হানাহানিকে উস্কে দিয়েছে। পুঁজিবাদ, সমাজতন্ত্র কিংবা গণতন্ত্র সবই মানুষের অধিকারের কথা বললেও বাস্তবে মুষ্টিমেয় গোষ্ঠীর স্বার্থ রক্ষা করেছে।”
বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, “স্বাধীনতার পর গত ৫৩ বছরে আমরা বহুবার সংবিধান সংশোধন করেছি, অসংখ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং শত শত আইন প্রণয়ন করা হয়েছে। কিন্তু জাতির কোনো মৌলিক সংকটের টেকসই সমাধান কি সম্ভব হয়েছে? দুর্নীতি, সন্ত্রাস, সাম্প্রদায়িক সংঘাত, অর্থনৈতিক বৈষম্য এবং সামাজিক অবক্ষয় দিন দিন প্রকট হচ্ছে। এর মূল কারণ হলো, আমরা যে ব্যবস্থার ওপর দাঁড়িয়ে আছি, সেটিই ত্রুটিপূর্ণ। এই সংকট থেকে উত্তরণের জন্য আল্লাহর দেওয়া জীবনবিধান গ্রহণ করা ছাড়া বিকল্প নেই।”
মূল প্রবন্ধ উপস্থাপনের পর একটি প্রাণবন্ত মুক্ত আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত সুধীসমাজ প্রতিপাদ্য বিষয়ের ওপর গভীর আলোকপাত করেন।
সিরাজগঞ্জ জেলা সভাপতি মো. আল আমিন মির্জার সভাপতিত্বে বৈঠকের মুক্ত আলোচনা পর্বে অন্যান্যদের মধ্যে সুচিন্তিত মতামত তুলে ধরেন- টাঙ্গাইল হায়দার আলী খান পন্নী ওয়াকফ এস্টেটের মোতাওয়াল্লী, হেযবুত তওহীদের কেন্দ্রীয় স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক ডা. উম্মুত তিজান মাখদুমা পন্নী, বেলকুচি কলেজের সাবেক উপাধ্যক্ষ ছাইফুল ইসলাম, শাহজাদপুর সাতবাড়ীয়া ডিগ্রি কলেজের সহ. অধ্যাপক পরিতোষ কুমার সরকার, সিমালা ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মো. আহসানুল হক, খাজা ইউনুস আলী ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোসা. উম্মে হানি মলি, সড়াতৈল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, সিরাজগঞ্জ জজ কোর্টের আইনজীবী মো. আনিছুর রহমান, মো. আব্দুল আজিজ সরকার, এ.কে.এম হাসান ফারুক রুমী, নাটোর অঞ্চলের সভাপতি আনিসুর রহমান সাকিব, সাবেক জেলা সভাপতি মো. জাহিদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত গণমাধ্যমকর্মীদের মধ্যে আলোচনায় অংশ নেন একাত্তর টেলিভিশনের সিরাজগঞ্জ প্রতিনিধি ইউসুফ দেওয়ান রাজু, দৈনিক আজকের জনবানীর সহকারী সম্পাদক দুলাল উদ্দিন আহমেদ, জনতার কন্ঠের সম্পাদক ও দৈনিক কালবেলা এবং বাংলা নিউজের জেলা প্রতিনিধি স্বপন চন্দ্র দাস, দৈনিক যুগের কথার স্টাফ রিপোর্টার মো. শাহিন রেজা, মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি মো. সোহেল রানা, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি মাহমুদুল কবীর, সাপ্তাহিক যমুনা প্রবাহের সহকারী সম্পাদক ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাহিত্য সম্পাদক মোস্তাক আহম্মেদ নওশাদ, দৈনিক আমাদের সময় ও গাজী টিভির প্রতিনিধি আমিনুল ইসলাম, দৈনিক কলম সৈনিকের প্রতিনিধি মো. শাহ আলম, এসএটিভির জেলা প্রতিনিধি মো. আলী রহমত এবং দৈনিক সংবাদের প্রতিনিধি আব্দুল কুদ্দুস।