ফরিদপুর প্রশাসনের কাছে হেযবুত তওহীদের স্মারকলিপি প্রদান

হামলার মামলা প্রভাবিত করার অপচেষ্টা ও নিরাপত্তার দাবি

ফরিদপুর, ৭ জানুয়ারি ২০২৬। ফরিদপুরে হেযবুত তওহীদের সদস্যদের ওপর সংঘটিত হামলার ঘটনায় দায়েরকৃত মামলার তদন্ত প্রভাবিত করার অপচেষ্টা এবং নতুন করে মব সৃষ্টির পায়তারার অভিযোগ এনে স্থানীয় প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করেছেন সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার জেলা হেযবুত তওহীদের সভাপতি রেজাউল করিমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে এই স্মারকলিপি জমা দেন।

হামলার ঘটনা ও মামলা

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত ২৮ ডিসেম্বর ফরিদপুরের রাজবাড়ী রাস্তার মোড়ে হেযবুত তওহীদের কয়েকজন সদস্যের ওপর অতর্কিত হামলা চালায় স্থানীয় কিছু সন্ত্রাসী। এতে সুজন শেখ ও জিহাদ মোল্লা নামে দুই সদস্য গুরুতর আহত হন। ভুক্তভোগীরা হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

অভিযুক্তদের নতুন পায়তারা

স্মারকলিপিতে অভিযোগ করা হয়, অভিযুক্ত অপরাধী চক্র বর্তমানে বিষয়টিকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছে। তারা ‘ফরিদপুরের আলেম সমাজ ও ছাত্র জনতা’র ব্যানারে আগামীকাল একটি মানববন্ধনের ডাক দিয়েছে। হেযবুত তওহীদের আশঙ্কা, এই কর্মসূচির আড়ালে পুনরায় তাদের সদস্যদের ওপর বড় ধরনের হামলা এবং জান-মালের ক্ষতি করার পরিকল্পনা রয়েছে চক্রটির।

এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর ও উস্কানিমূলক বক্তব্য ছড়ানো হচ্ছে, যা মব সৃষ্টির স্পষ্ট চেষ্টা বলে মনে করছেন স্থানীয় তথ্যভিত্তিক মহল।

নিরাপত্তা ও বিচারের দাবি

স্মারকলিপিতে হেযবুত তওহীদের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়। পাশাপাশি ইতোপূর্বে সংঘটিত হামলার ঘটনায় দায়েরকৃত মামলার আসামিদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনারও দাবি করা হয়।

হেযবুত তওহীদের নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, প্রশাসন এ বিষয়ে দ্রুত ও নিরপেক্ষ পদক্ষেপ নেবেন, যাতে সংগঠনের শান্তিপূর্ণ কার্যক্রম অব্যাহত থাকে এবং কোনো অপরাধী ছাড় না পায়।