নোয়াখালীতে ‘হোসাইন মোহাম্মদ সেলিম শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট’ উদ্বোধন

নোয়াখালীতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে ‘হোসাইন মোহাম্মদ সেলিম শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’ এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৪টায় পিনাকল স্পোর্টস এসোসিয়েশনের চেয়ারম্যান ও হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন।

উদ্বোধনের পর অনুষ্ঠিত প্রীতি ম্যাচে মুখোমুখি হয় নোয়াখালীর শহীদ সাব্বির ওয়ারিয়র ও খামারবাড়ি ক্রিকেট একাদশ। জমজমাট লড়াই শেষে শহীদ সাব্বির ওয়ারিয়রকে ২৬ রানে হারিয়ে বিজয়ী হয় খামারবাড়ি ক্রিকেট একাদশ।


এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হোসাইন মোহাম্মদ সেলিম যুবসমাজকে রক্ষায় খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “উন্নত জাতি গড়তে হলে তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করা জরুরি। বর্তমানে অনেক যুবক মাদক, সন্ত্রাস এবং নানা অপকর্মের মতো নেতিবাচক প্রবণতার দিকে ঝুঁকে পড়ছে। নিয়মিত খেলাধুলা তাদের এই ভুল পথ থেকে ফিরিয়ে আনার ক্ষেত্রে সবচেয়ে কার্যকর ভূমিকা পালন করতে পারে।”

ক্রীড়াঙ্গনে রাজনীতির অনুপ্রবেশের নিন্দা জানিয়ে তিনি আরও বলেন, “খেলাধুলাকে সম্পূর্ণ রাজনীতিমুক্ত রাখতে হবে এবং তরুণদের সঠিক আদর্শের ভিত্তিতে এগিয়ে নিতে হবে।”

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের চট্টগ্রাম বিভাগীয় আমির মাহবুর রহমান ও পিনাকল স্পোর্টস এসোসিয়েশনের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি সেলিম হোসেন প্রমুখ। এ সময় স্থানীয় নারী-পুরুষ, শিশু-কিশোর এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।

আয়োজকরা জানান, মাসব্যাপী এই টুর্নামেন্টে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা থেকে মোট ৮টি দল অংশগ্রহণ করছে।