চুয়াডাঙ্গা প্রেসক্লাবে হেযবুত তওহীদের উদ্যোগে ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর ২০২৫) সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত এই বৈঠকে জেলার সাংবাদিক, গণমাধ্যম ব্যক্তিত্ব, শিক্ষক, আইনজীবী, বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন এবং তাদের মতামত উপস্থাপন করেন।
চুয়াডাঙ্গা জেলা সভাপতি জুয়েল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোখলেছুর রহমান সুমন। তিনি তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার রূপরেখা তুলে ধরে বলেন—
“একটি রাষ্ট্রের শান্তি-শৃঙ্খলা নির্ভর করে তার গৃহীত ব্যবস্থার উপর। সিস্টেম ত্রুটিপূর্ণ হলে সেখানে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। ইতিহাস সাক্ষী, মানবসৃষ্ট কোনো মতবাদ পৃথিবীতে শান্তি আনতে পারেনি; বরং সংঘাত সৃষ্টি করেছে। একমাত্র স্রষ্টার জীবনব্যবস্থাই ন্যায়, সাম্য ও সুবিচার প্রতিষ্ঠা করতে পারে।”
তিনি আরও বলেন, আল্লাহর প্রদত্ত নীতিতেই নিহিত আছে প্রকৃত বাকস্বাধীনতা ও মুক্ত গণমাধ্যমের অঙ্গীকার। ইসলামই একমাত্র ধর্ম যা সত্য, স্বচ্ছতা ও নিরপেক্ষতার ভিত্তিতে গণমাধ্যমকে প্রকৃত স্বাধীনতা দিতে পারে। তবে মিথ্যা প্রচার, পরনিন্দা, অপবাদ, উপহাসমূলক বক্তব্য কিংবা গোপন গোয়েন্দাগিরি ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। তাই আল্লাহর নির্দেশিত নীতিগুলোই গণমাধ্যমকে জনগণের আস্থাভাজন করে তুলবে।
কুষ্টিয়া অঞ্চলের সভাপতি জসেব উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় সভাপতি মো. তানভীর আহমেদ, চুয়াডাঙ্গা সদর থানা সভাপতি মো. আতিয়ার রহমানসহ আরও অনেকে।
বৈঠকে অংশ নেন স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা। তাদের মধ্যে ছিলেন—রাজিব হাসান কচি (চ্যানেল আই), আহাদ আলী মোল্লা (দৈনিক যুগান্তর), রকিব রহমান (এটিএন বাংলা), সরদার আল আমিন (দৈনিক মাথাভাঙ্গা), আফজালুল হক (ঢাকা পোস্ট), জামান আখতার (বাংলাদেশ প্রতিদিন), মশিউর রহমান (দৈনিক মানবজমিন), আহসান আলম (ঢাকা টাইমস), সাকিব আল হাসান (নাগরিক টিভি), মোহাম্মদ আজাদ হোসেন (এশিয়ান টিভি), রুবায়েদ বিন আজাদ মহিন (দৈনিক ইত্তেফাক), মাহফুজ মামুন (সময় টিভি), সাইফ জান (মোহনা টিভি), মেহেরাব বিন সানভী (দৈনিক আজকের পত্রিকা), বিপুল আশরাফ (দৈনিক আজকের চুয়াডাঙ্গা), রিফাত রহমান (জিটিভি), মফিজুর রহমান (দৈনিক আমার দেশ), আলমগীর কবীর শিপলু (দৈনিক জবাবদিহি), মিজানুল হক মিজান (দৈনিক দিনকাল), আতিয়ার রহমান (একুশে টিভি), আশরাফুল আলম (দেশের বাণী) ও ইসলাম রকিব (আমার সংবাদ), এস এম আলাউদ্দিন (দি বাংলাদেশ পোস্ট), আলমগীর রনি (খাস খবর), নাজমুল হক স্বপন (দৈনিক সময়ের সমীকরণ)।