হেযবুত তওহীদ

মানবতার কল্যাণে নিবেদিত

গুজব-ধর্মান্ধতা-জঙ্গিবাদের বিরুদ্ধে সকলকে এগিয়ে আসতে হবে- নাটোরে মাননীয় এমাম

হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, গুজব, ধর্মান্ধতা ও জঙ্গিবাদের বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টির লক্ষ্যে প্রতিটি ঘরে ইসলামের প্রকৃত শিক্ষা পৌঁছে দিতে হবে। দেশকে জঙ্গিবাদী তা-ব ও সাম্রাজ্যবাদী আগ্রাসনের হাত থেকে রক্ষা করতে সকলকে এগিয়ে এসে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গত ২৫ মার্চ ২০২২ শুক্রবার সকাল ১০টায় নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাইপাস এলাকার মোল্লা কমিউনিটি সেন্টারে ‘গুজব, ধর্মান্ধতা ও জঙ্গিবাদের বিরুদ্ধে জাগরণ সৃষ্টির লক্ষ্যে’ আয়োজিত এক কর্মী সম্মেলনে এ কথা বলে তিনি।

চুয়াডাঙ্গায় হেযবুত তওহীদের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

হেযবুত তওহীদের কর্মী সভায় হুজুগ, গুজব, ধর্মান্ধতা, অপরাজনীতিসহ সকল অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করার অঙ্গীকার ব্যক্ত করলেন সদস্যরা। গত ১৭ মার্চ ২০২২ তারিখ চুয়াডাঙ্গায় অনুষ্ঠিত হয় হেযবুত তওহীদের কর্মী সভা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় এমাম জনাব হোসাইন মোহাম্মদ সেলিম। এছাড়াও হেযবুত তওহীদের কেন্দ্রীয় কমিটির বেশ ক’জন সম্পাদক ও খুলনা বিভাগের দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।

সভায় হেযবুত তওহীদের এমাম চলমান জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে হেযবুত তওহীদের করণীয় বিষয়ে আলোচনা করেন। জাতিকে ঐক্যবদ্ধ করার কার্যক্রম আরও বেগবান করার দিক-নির্দেশনা ফুটে ওঠে তাঁর আলোচনায়।