দীন প্রতিষ্ঠায় নয়া বিপ্লবের ডাক

বরিশালে হেযবুত তওহীদ ছাত্র ফোরামের বিভাগীয় সম্মেলন থেকে তরুণদের প্রতি মহাবিপ্লবের আহ্বান

বরিশাল, ১৩ ডিসেম্বর ২০২৫। প্যাভিলিয়ন কনভেনশন হল কানায় কানায় পূর্ণ। শত শত তরুণ-তরুণী একটি মাত্র লক্ষ্য নিয়ে এসেছেন – শুনতে চান কীভাবে তাদের শক্তি দিয়ে পৃথিবীতে আল্লাহর দীন আবার কায়েম করা যায়। হেযবুত তওহীদ ছাত্র ফোরামের উদ্যোগে ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে ছাত্রদের ভূমিকা’ শীর্ষক এই বিভাগীয় ছাত্র সম্মেলন যেন এক নয়া বিপ্লবের উদ্বোধনী ঘণ্টা বাজিয়ে দিল।

তারুণ্যের শক্তিকে অপব্যবহার করা হয়েছে বারবার

সম্মেলনে মুখ্য আলোচক হেযবুত তওহীদের কেন্দ্রীয় শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সাইফুর রহমান বলেন, “পৃথিবীর ইতিহাসে যত সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তন হয়েছে, তার পেছনে তারুণ্যের অসামান্য ভূমিকা রয়েছে। কিন্তু দুঃখের বিষয়, এই শক্তিকে বারবার অপব্যবহার করা হয়েছে। কথিত রাজনৈতিক ও ধর্মীয় নেতারা তরুণদের ইস্পাতদৃঢ় মনোবলকে কাজে লাগিয়ে নিজেদের স্বার্থ হাসিল করেছে।”

তিনি আরও বলেন, “আজ মানবজাতিকে আল্লাহর দীনের অধীনে ফিরিয়ে আনতে হলে যমুনা নদীর স্রোতকে উল্টো দিকে প্রবাহিত করার মতো কঠিন কাজ করতে হবে। এজন্য আমরা এক মহাবিপ্লবের উদ্যোগ নিয়েছি। আমাদের মাননীয় ইমাম সেই বিপ্লব সাধনের জন্য তরুণ শক্তিকে আহ্বান করছেন।”

রাসূলুল্লাহ (সা.)-এর উদাহরণ টেনে তিনি বলেন, “আল্লাহর রাসূল (সা.) তারুণ্যের শক্তির সঠিক ব্যবহার করেছিলেন। মাত্র দশ বছরের হযরত আলী (রা.)-কে সঙ্গে নিয়ে তিনি সংগ্রাম শুরু করেছিলেন। অগণিত তরুণ তাজা রক্ত দিয়ে ইসলামের সভ্যতা প্রতিষ্ঠা করেছিল। হেযবুত তওহীদ সেই মহান লক্ষ্য নিয়েই এগিয়ে চলছে।”

পবিত্র কুরআন থেকে মানুষ সৃষ্টির উদ্দেশ্য তুলে ধরে তিনি বলেন, মানুষ আল্লাহর প্রতিনিধি হিসেবে পৃথিবীতে এসেছে। তাই মানবরচিত সকল বাদ-মতবাদ প্রত্যাখ্যান করে আল্লাহর তওহীদ প্রতিষ্ঠার সংগ্রামে তরুণদের অগ্রণী হতে হবে।

প্রচলিত রাজনীতির ক্রীড়নক হয়ে তারুণ্য অপচয় নয়

প্রধান অতিথি হেযবুত তওহীদের বরিশাল বিভাগীয় সভাপতি মো. শফিকুল আলম ওখবা বলেন, “প্রচলিত হানাহানির রাজনীতির ক্রীড়নক হয়ে তারুণ্য শক্তি অপচয় করবেন না। আল্লাহর রাসূল (সা.) যে প্রকৃত ইসলাম দিয়ে গেছেন, সেই দিকে ফিরে আসুন এবং আল্লাহর বিধান প্রতিষ্ঠায় এগিয়ে আসুন।”

১৪০০ বছর পর আবার প্রকৃত ইসলামের রূপরেখা

বিশেষ অতিথি ছাত্র ফোরামের কেন্দ্রীয় সভাপতি রাদ উল ইসলাম বলেন, “রাসূলুল্লাহ (সা.)-এর বিদায়ের ১৪০০ বছর পর আল্লাহ আবার এক মহামানবের উসিলায় প্রকৃত ইসলামের রূপরেখা আমাদের দান করেছেন। শত শত বছর ধরে মানবরচিত ব্যবস্থার আনুগত্য করে আসছি – এখন সময় এসেছে তাকে ‘ঘা মেরে’ বিনাশ করার। প্রতিষ্ঠা করতে হবে স্রষ্টার সার্বভৌমত্ব – আল্লাহর তওহীদ। হেযবুত তওহীদ ছাত্র ফোরাম ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ – অর্থাৎ আল্লাহর হুকুম ছাড়া আর কারো হুকুম মানব না – এই মন্ত্র নিয়ে বিপ্লবের ডাক দিচ্ছে।”

স্লোগানে স্লোগানে মুখরিত হল

বক্তাদের উজ্জীবিত বক্তব্যে অনুপ্রাণিত হয়ে তরুণরা স্লোগানে স্লোগানে হল মুখরিত করে তোলেন: “এই মুহূর্তে দরকার তওহীদভিত্তিক সরকার” “তোমার আমার সংবিধান – আল কোরআন আল কোরআন” “তোমার আমার ঠিকানা – লা ইলাহা ইল্লাল্লাহ”

সম্মেলনে সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় ছাত্র ফোরামের সভাপতি সুমাইয়া আক্তার মিথিলা। উদ্বোধন করেন বরিশাল আঞ্চলিক সভাপতি রুহুল আমিন মৃধা। সঞ্চালনায় ছিলেন মুন্না বালি। আরও বক্তব্য রাখেন বিভিন্ন জেলার ছাত্র ফোরাম নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে শত শত তরুণ নতুন প্রত্যয় নিয়ে বাড়ি ফিরলেন – প্রচলিত মানবরচিত সিস্টেম বর্জন করে আল্লাহর বিধান প্রতিষ্ঠায় এক নয়া বিপ্লব সৃষ্টির দৃঢ় সংকল্প নিয়ে।

এই সম্মেলন কেবল একটি অনুষ্ঠান নয়; এটি তরুণ প্রজন্মের কাছে দীন প্রতিষ্ঠার মহাবিপ্লবের স্পষ্ট আহ্বান। সময় এসেছে তারুণ্যকে সঠিক পথে কাজে লাগানোর – আল্লাহর জমিনে আল্লাহর হুকুম কায়েম করার।