ঢাকা, ১৭ জানুয়ারি ২০২৬: রাজধানীতে হেযবুত তওহীদের আয়োজনে ‘দীন প্রতিষ্ঠায় জনমত গঠন অপরিহার্য’ শীর্ষক এক বিশাল কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবনের মুক্তিযোদ্ধা স্মৃতি মিলনায়তনে ঢাকা মহানগর হেযবুত তওহীদের উদ্যোগে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের মাননীয় এমাম জনাব হোসাইন মোহাম্মদ সেলিম। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। মিলনায়তন ছাড়িয়ে আশপাশের এলাকায়ও কর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ করা যায়।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় এমাম সংগঠনের কর্মীদের ওপর চলমান নানামুখী ষড়যন্ত্র ও প্রতিবন্ধকতার কথা তুলে ধরে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, “উগ্রবাদী একটি গোষ্ঠী আমাদের বিরুদ্ধে প্রতিনিয়ত সমাবেশ করে যাচ্ছে। তারা আমাদের বিরুদ্ধে সমাবেশ ডেকে প্রতিনিয়ত মিথ্যাচার করছে, সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে এবং আমাদের উপর হামলা করার উস্কানি দিয়ে যাচ্ছে।”

তিনি আরও বলেন, “প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে অনুরোধ করে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতি বিবেচনা করে যেন আগের মতো এত সভা-সমাবেশ না করি। কারণ হিসেবে তারা বলেছেন- নির্বাচনের আগে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে বিভিন্ন মহল। খুব ভালো কথা, আমরা মানলাম আপনাদের অনুরোধ। কিন্তু সেক্ষেত্রে আমাদের বিরুদ্ধে যেসব সভা-সমাবেশ হচ্ছে, মানুষকে উস্কানি দেয়া হচ্ছে, মব সৃষ্টির চেষ্টা হচ্ছে, সেগুলো বন্ধ করার দায়িত্বও সরকারকে নিতে হবে। কিন্তু আমরা সরকারের পক্ষ থেকে এমন কোনো উদ্যোগ দেখতে পাই নি। এটা স্পষ্টত বৈষম্য। এক দেশে এরকম দুই নীতি চলতে পারে না।”
বক্তব্য চলাকালীন তিনি সংগঠনের নীতি ও আদর্শের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, “আমরা আইনমান্যকারী একটা দল, আমাদের আইন ভঙ্গের রেকর্ড নাই। আমরা শান্তি, সম্প্রীতি, অসাম্প্রদায়িক চেতনা নিয়ে কাজ করছি। উগ্রবাদসহ যাবতীয় সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলি। অথচ আমাদেরকে এখানে ওখানে হামলার শিকার হতে হচ্ছে। কিন্তু প্রতিটি জনগণের মানবাধিকার রক্ষায় রাষ্ট্র দায়বদ্ধ।”
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে হেযবুত তওহীদের প্রধান উপদেষ্টা খাদিজা খাতুন সকল স্তরের নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক নসিহত প্রদান করেন। তিনি বলেন, “সত্যের পথে চলতে গেলে নানামুখী প্রতিকূলতা ও ষড়যন্ত্র আসবেই, কিন্তু ধৈর্য ও দৃঢ়তার সাথে নিজেদের আদর্শে অটল থাকতে হবে। কোনো অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে শান্তি ও শৃঙ্খলার সাথে ইসলামের প্রকৃত শিক্ষা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার মাধ্যমেই প্রকৃত মানবতার কল্যাণ সম্ভব।”

সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা বিভাগীয় প্রধান ডা. মাহবুব আলম মাহফুজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ও নারী বিভাগীয় প্রধান রুফায়দাহ পন্নী, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম সামসুল হুদা, সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাপ্পা, সাহিত্য সম্পাদক রিয়াদুল হাসান এবং কার্যনির্বাহী সদস্য ও যুগ্ম নারী সম্পাদক আয়েশা সিদ্দিকা প্রমুখ।
বক্তারা বলেন, হেযবুত তওহীদ দীর্ঘ তিন দশক ধরে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং ধর্মের সঠিক মর্মবাণী প্রচারের মাধ্যমে মাদক, সন্ত্রাস ও উগ্রবাদের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। অথচ একটি স্বার্থান্বেষী মহল ধর্মকে পুঁজি করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে এবং হেযবুত তওহীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা প্রদান করছে। বক্তারা সরকারের কাছে জোর দাবি জানান যেন এই উস্কানিদাতা ও হামলাকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
সকাল ১০টা থেকে শুরু হওয়া এই সম্মেলনে আগত কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। দেশের বিভিন্ন জেলা থেকে আগত সদস্যদের দেশ ও জাতির কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার এবং যে কোনো পরিস্থিতিতে ধৈর্য ও শৃঙ্খলার সাথে সত্যের পথে অবিচল থাকার আহ্বান জানিয়ে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।