কিশোরগঞ্জে গণমাধ্যম কর্মীদের নিয়ে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

গণমাধ্যম কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কিশোরগঞ্জে হেযবুত তওহীদের উদ্যোগে একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় শহরের গৌরাঙ্গবাজার এলাকার উজানভাটি রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

হেযবুত তওহীদ কিশোরগঞ্জ জেলা শাখা আয়োজিত এ বৈঠকে প্রধান অতিথি হিসেবে রাষ্ট্র সংস্কারে তৌহিদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার ওপর প্রস্তাবনা পেশ করেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগরীর আমির ডা. মাহবুব আলম মাহফুজ। বৈঠকে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জের জেলা আমির সোহানুর রহমান হিমসেল। এতে কিশোরগঞ্জ প্রেসক্লাবের বিভিন্ন গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করেন।

ডা. মাহফুজ আলম তার বক্তব্যে বলেন, “বর্তমান সংস্কার কার্যক্রমে কাঙ্ক্ষিত শান্তি আসবে না। একমাত্র আল্লাহর দেওয়া তৌহিদের ওপর ভিত্তি করে জীবনব্যবস্থা প্রতিষ্ঠা করলেই শান্তি আসবে। হেযবুত তওহীদ মানুষের তৈরি ব্যবস্থার পরিবর্তে আল্লাহর দেওয়া জীবনব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রাম করছে।”

তিনি আরও বলেন, “একটি চিহ্নিত গোষ্ঠী পরিকল্পিতভাবে আমাদের এই মহৎ কার্যক্রমকে বানচাল করার জন্য প্রতিনিয়ত ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ, সাধারণ জনগণের প্রতিরোধের মুখে সেগুলো নস্যাৎ হয়ে যাবে।”

তিনি বলেন, “ইসলামের জীবনব্যবস্থায় অর্থব্যবস্থা, বিচারব্যবস্থা, শিক্ষাব্যবস্থা ও প্রশাসনিক ব্যবস্থার সুস্পষ্ট দিকনির্দেশনা থাকা সত্ত্বেও আমরা মুসলমান দাবি করে আল্লাহর দেওয়া ব্যবস্থা বাদ দিয়ে ব্রিটিশ ঔপনিবেশিক যুগের ব্যবস্থা দিয়ে রাষ্ট্র পরিচালনা করছি। ফলে একদিকে আমরা ঈমান থেকে সরে যাচ্ছি, অন্যদিকে অশান্তির আগুনে জ্বলে-পুড়ে ছারখার হয়ে যাচ্ছি। এমতাবস্থায় হেযবুত তওহীদ আবারও আল্লাহর প্রকৃত দীনের দিকে ফিরে আসার আহ্বান জানাচ্ছে। কীভাবে তা সম্ভব, এই রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনায় আমরা সেটাই পরিষ্কার করে তুলে ধরছি।”

এদিকে অনুষ্ঠানের একপর্যায়ে থানা-পুলিশের হস্তক্ষেপে নির্ধারিত সময়ের আগেই আয়োজকেরা অনুষ্ঠান সমাপ্ত করেন। অনুষ্ঠান চলাকালে থানা-পুলিশ এসে ‘অনুষ্ঠানের অনুমতি নেই’ -এই অজুহাতে প্রোগ্রামটি শেষ করার তাগিদ দেয়।

এ ব্যাপারে হেযবুত তওহীদের জেলা আমির সোহানুর রহমান হিমসেল বলেন, “বেশ কিছুদিন ধরে একটি উগ্রবাদী গোষ্ঠী হেযবুত তওহীদের কার্যক্রমে চরমভাবে বাধাগ্রস্ত করছে। তারা প্রশাসনকেও অনৈতিকভাবে চাপ দিচ্ছে। কিশোরগঞ্জেও তারা একই ধরনের ষড়যন্ত্র করেছে। তা সত্ত্বেও আমরা গণমাধ্যমকর্মী ও সচেতন মহলের সাড়া পেয়েছি। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও আমরা আরও ভালো অনুষ্ঠান আয়োজন করব।”

আয়োজিত এ বৈঠকে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জে কর্মরত বাংলাভিশন টেলিভিশনের রিপোর্টার মো. মনির হোসেন, বৈশাখী টিভির প্রতিনিধি সুলতান রায়হান ভূঁইয়া রিপন, বাংলাদেশ প্রতিদিনের সাইফুদ্দিন আহমেদ লেনিন, বিজয় টিভির জীবন চন্দ্র রায়, সিএনএন বাংলার প্রতিনিধি মো. রাসেল, আরটিভির প্রতিনিধি শফিকুল ইসলাম নাঈম, চ্যানেল এস-এর আশরাফুল ইসলাম, এটিএন নিউজের শফিক আদনান, আনন্দ টিভির কাউসার আহমেদ টিটু, এশিয়ান টিভির হাফিজুর রহমান সুমন, প্রথম আলোর তাফসীলুল আজিজ প্রমুখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের ময়মনসিংহ বিভাগীয় সভাপতি এনামুল হক বাপ্পা, কিশোরগঞ্জ জেলা সাধারণ সম্পাদক সামিউল ইসলাম আরফান, নারী সম্পাদক সাথী আক্তার কলি ও ঢাকা দক্ষিণ জেলার সভাপতি তসলিম উদ্দিন প্রমুখ।

প্রসঙ্গত, গত ২৪ ডিসেম্বর ২০২৪ তারিখে জাতীয় সংসদে সংবিধান সংস্কার কমিশনের কার্যালয়ে ‘তৌহিদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’র ওপর একটি লিখিত প্রস্তাবনা পেশ করে হেযবুত তওহীদ। এরপর থেকে সংগঠনটি সারাদেশে সভা, সমাবেশ, গোলটেবিল বৈঠক ও সেমিনারের মাধ্যমে জাতির সামনে এর পূর্ণাঙ্গ রূপ তুলে ধরছে।