পরিবর্তন আসবে

রিয়াদুল হাসান

দেখো পরিবর্তন আসবে।

যতই নিকষ কালো হোক না অন্ধকার

সময় যতই হোক বিরূপ মন্দ তার

বুক চিরে সূর্যটা হাসবে।

দেখো পরিবর্তন আসবে।

 

থাকবে না আর কূপমণ্ডূকতা

ধর্মের নামে কোনো পঙ্কিলতা

স্বার্থের রাজনীতি লুপ্ত হয়ে

মানবতাবোধে মন ভাসবে।

দেখো পরিবর্তন আসবে।

 

কিন্তু আসে না আলো কভু বিনামূল্যে,

বহু রক্তের দাম স্বাধীনতা উৎসব,

বহু প্রাণ সম্মান বলিদান করলে

পাখিসব করে রব – বিপ্লব বিপ্লব।

 

আছে যত পণ্ডিত শাস্ত্রকানা,

সাবধানী বৃদ্ধেরা ভয় দেখিও না,

তোমাদের গড়া এই অচলায়তন

ভেঙে দিতে তরুণেরা আসবে।

পরিবর্তন ভালোবাসবে।

জনপ্রিয় পোস্টসমূহ