জাতির বিরাট অংশ ভারসাম্যহীন সুফিবাদে আক্রান্ত
মহান আল্লাহ আখেরি নবী মোহাম্মদের (স.) উপরে শেষ জীবনবিধান (দ্বীন) হিসেবে যে জীবনব্যবস্থাটি পাঠিয়েছেন সেটা ভারসাম্যযুক্ত জীবনব্যবস্থা। কিসের ভারসাম্য? দুনিয়া ও আখিরাতের ভারসাম্য, দেহ ও আত্মার, শরীয়াত এবং মারেফতের ভারসাম্য। এজন্য আল্লাহ এই উম্মাহকে বলেছেন, “আমি তোমাদেরকে ভারসাম্যযুক্ত জাতি (মিল্লাতান ওয়াসাতা) হিসেবে সৃষ্টি করেছি” (সুরা বাকারা ১৪৩)। যুগে যুগে যত নবী-রসুলদেরকে আল্লাহ পাঠিয়েছেন প্রত্যেক নবীর […]