মানুষের এবাদত?
যাকে যে কাজের জন্য সৃষ্টি করা হয়েছে সেই কাজটি করাই তার এবাদত। আল্লাহ সূর্য সৃষ্টি করেছেন আলো ও তাপ দেওয়ার জন্য। কোটি কোটি বছর সূর্য আলো ও তাপ বিতরণের কাজ করছে, এটাই সূর্যের এবাদত। মানুষের এবাদত যদি আমরা জানতে চাই, তাহলে সবার আগে জানতে হচ্ছে মানুষকে আল্লাহ কী কাজের জন্য সৃষ্টি করেছেন? ওই কাজই হবে […]
আমার পরিচয়
আমি কে? মানুষ। মহান আল্লাহর অগণিত সৃষ্টির একটি অংশ। আমাকে মহান আল্লাহ সকল সৃষ্টি থেকে আলাদা করে নিজ হাতে সৃষ্টি করলেন (সুরা সাদ- ৩৫)। কিন্তু কেন? আমি কি সে প্রশ্নের উত্তর জানি? আমাকে সৃষ্টি করে তিনি পৃথিবীতে প্রেরণ করলেন কেন? কী উদ্দেশ্যে আমি পৃথিবীতে এসেছি? একজন মানুষ হিসেবে এ প্রশ্নগুলোর উত্তর জানা খুব জরুরী কারণ […]