ফেরেশতারা কেন মানুষ সৃষ্টির পক্ষে ছিলেন না?
শিরোনাম দেখে অনেকে হয়তো অবাক হচ্ছেন এবং ভাবছেন আসলেই কি ফেরেশতারা মানুষ সৃষ্টির পক্ষে ছিলেন না? হ্যাঁ পাঠক, আসলেই তাই। যে সময়ের কথা বলছি তখন আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন, পাহাড়-পর্বত, গ্রহ-নক্ষত্র, ফেরেশতাকূল (মালায়েক) সৃষ্টি করেছেন, কিন্তু তখনও মানুষ সৃষ্টি করেননি। তারপর হঠাৎ একদিন আল্লাহ তাঁর সান্নিধ্যপ্রাপ্ত ফেরেশতাদের ডেকে বললেন- “নিশ্চয়ই আমি পৃথিবীতে আমার খলিফা […]