হেযবুত তওহীদ

মানবতার কল্যাণে নিবেদিত

রণাঙ্গণে সুলতান দাউদ খান পন্নী

বাংলার ইতিহাসের অন্যতম ঐতিহাসিক যুদ্ধ হচ্ছে তুকারয়ের যুদ্ধ যা বাজহুয়ারার যুদ্ধ বা মুঘলমারির যুদ্ধ নামেও পরিচিত। তুকারইয়ের যুদ্ধ ১৫৭৫ খ্রিষ্টাব্দের মার্চ মাসে ঊড়িষ্যার বালাশ্বর জেলার তুকারয় গ্রামে মুঘল সাম্রাজ্য ও বাংলার সুলতানদের মধ্যে সংঘটিত হয়। এই যুদ্ধে বাংলার সুলতান দাউদ খান কররানি মুঘলদের কাছে পরাজিত হন। ১২০৩-১২০৪ সাল। দিল্লীর তৎকালীন অধীশ্বর খিলজি সেনাপতি ইখতিয়ার উদ্দীন […]