সংক্ষেপে হেযবুত তওহীদ” হেযবুত তওহীদের মাননীয় এমাম হোসাইন মোহাম্মদ সেলিম রচিত একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ। এক আল্লাহ, এক রসুল, এক কিতাব ও এক দীন ইসলামে বিশ্বাসী হয়েও মুসলিম সমাজ আজ অসংখ্য ফেরকা ও মাযহাবে বিভক্ত হয়ে পড়েছে। এই বিভক্তির মূল কারণ এবং তার বাস্তবসম্মত সমাধান বইটিতে সহজ ও সংক্ষিপ্ত ভাষায় উপস্থাপন করা হয়েছে। হেযবুত তওহীদ আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে মানবজাতিকে একজাতি হিসেবে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে যাচ্ছে এবং ইসলামকে একটি আধুনিক, যৌক্তিক ও সর্বজনীন জীবনব্যবস্থা হিসেবে তুলে ধরছে। প্রচলিত বিকৃত ইসলামের বিপরীতে, আল্লাহ ও রসুলের প্রকৃত ইসলামের মৌলিক বিষয়গুলো প্রতিটি অধ্যায়ে সহজ ভাষায় ও সংক্ষিপ্ত পরিসরে তুলে ধরা হয়েছে, যাতে পাঠক স্বল্প সময়েই মূল বক্তব্য অনুধাবন করতে পারেন। যারা একটি মাত্র বই পড়ে হেযবুত তওহীদ আন্দোলনের মূল আদর্শ জানতে চান, তাঁদের জন্য এ পুস্তিকাটি অত্যন্ত উপযোগী।