ধর্মোন্মাদনার অমানবিক অস্ত্র ধর্মব্যবসায়ীদের হাতে
মশিউর রহমান: ধর্মোন্মাদনা হচ্ছে ধর্মের চরমতম অপব্যবহার। ধর্ম মানুষকে আশরাফুল মাখলুকাতে পরিণত করে, আর ধর্মোন্মাদনা মানুষকে সৃষ্টির নিকৃষ্ট প্রাণীতে পরিণত করে। মানুষ উন্মাদ হয়ে যায়, অপর কোনো মানবগোষ্ঠীর বিরুদ্ধে পাশবিক নৃশংসতায় তারা মেতে ওঠে। আমাদের সমাজে প্রায়ই যে কোনো একটি ইস্যুকে কেন্দ্র করে, ফেসবুকে কোনো একটি গুজব ছড়িয়ে দিয়ে, কারো উপর নাস্তিক, কাফের, মুরতাদ ইত্যাদি ফতোয়ার বাণ নিক্ষেপ করে, ধর্মকে [...]