মেহেরপুরে অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদের উদ্যোগে নারী সমাবেশ অনুষ্ঠিত হযেছে। বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনে নারীর ভূমিকা শীর্ষক এই নারী সমাবেশের আয়োজন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের যুগ্ম-সাধারণ সম্পাদক ও নারী বিভাগের প্রধান রুফায়দাহ পন্নী।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “বিশ্বজুড়ে নারীরা আজ অধিকার, সম্মান ও নিরাপত্তা নিয়ে যে গভীর সংকটে রয়েছে, তার মূল কারণ হলো মানবসৃষ্ট ব্যবস্থার অনুসরণ। অথচ ইতিহাস সাক্ষী, ইসলামই একদিন আরবের অন্ধকার যুগ থেকে নারীকে উদ্ধার করে মর্যাদা ও সম্মানের আসনে বসিয়েছিল। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে হলে নারীদের ইসলামের প্রকৃত শিক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই। একমাত্র ইসলামই হতে পারে নারীর প্রকৃত রক্ষাকবচ।”
তিনি আরও বলেন, “এটা আজ প্রমাণিত যে, মানুষের তৈরি কোনো মতবাদ বা ব্যবস্থা নারীর প্রকৃত মর্যাদা নিশ্চিত করতে পারে না। এর সবচেয়ে বড় উদাহরণ হলো, যে নারীরা রাজনৈতিক সংগ্রামের জন্য জীবন দিয়েছেন, তারাই আজ নিজ সহকর্মীদের দ্বারা নিপীড়ন ও বৈষম্যের শিকার হচ্ছেন, যা মানুষের তৈরি মতবাদের চূড়ান্ত ব্যর্থতাকেই তুলে ধরে। একমাত্র তওহীদের ভিত্তিতে একটি আদর্শিক ও বৈষম্যহীন সমাজই নারীর হারানো সম্মান ফিরিয়ে দিতে পারে।”
তিনি বলেন, “বাংলাদেশেও শিক্ষা ও স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে নারীরা এখনও পিছিয়ে আছে। ইসলামের সঠিক আদর্শে তাদের অনুপ্রাণিত করতে পারলে এই নারীরাই সমাজের অগ্রযাত্রায় বিপ্লবী ভূমিকা রাখতে পারে। হেযবুত তওহীদ দেশজুড়ে সেই লক্ষ্য বাস্তবায়নেই সংগ্রাম করে যাচ্ছে।” তিনি উপস্থিত নারী-পুরুষ নির্বিশেষে সকলকে মানবসৃষ্ট ব্যবস্থার ব্যর্থতা অনুধাবন করে হেযবুত তওহীদের সাথে তওহীদভিত্তিক সমাজ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
মেহেরপুর জেলা নারী বিষয়ক সম্পাদক তানজিমা খাতুন রুমার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হেযবুত তওহীদের খুলনা-২ আঞ্চলিক সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জোসেব উদ্দিন, খুলনা বিভাগীয় নারী বিষয়ক সম্পাদক জেরিন সাইয়ারা, হেযবুত তওহীদের মেহেরপুর জেলা সভাপতি শাহারুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহিদ মাহমুদ, নারী নেত্রী কামরুন্নাহার, মেহেরপুর জেলা সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম প্রমুখ।