বিদ্যমান রাষ্ট্রব্যবস্থার সংস্কার এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে রাষ্ট্রসংস্কারের প্রস্তাবনা ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকের আয়োজন করেছে হেযবুত তওহীদ ফরিদপুর জেলা শাখা। রবিবার (৩১ আগস্ট ২০২৫) সকাল ১০টায় ফরিদপুর প্রেসক্লাবের সাংবাদিক লিয়াকত হোসেন মিলনায়তনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলার গণমাধ্যম ব্যক্তিত্ব ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনায় অংশ নিয়ে প্রতিপাদ্য বিষয়ের উপর মুক্ত আলোচনায় অংশ নেন এবং সুচিন্তিত মতামত তুলে ধরেন- ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল, প্রথম আলোর সাংবাদিক পান্না বালা, চ্যানেল টোয়েন্টিফোর ও সমকালের সাংবাদিক হাসানুজ্জামান, দৈনিক সকালের খবরের সাংবাদিক সাজ্জাদ হোসেন রনি প্রমুখ।
আলোচকরা তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার প্রায়োগিক দিক, আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ এবং এর বাস্তবায়নের কৌশল নিয়ে মুক্ত আলোচনা করেন এবং তাদের মতামত তুলে ধরেন।
এর আগে হেযবুত তওহীদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম নিক্কনের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন হেযবুত তওহীদের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক রিয়াদুল হাসান।
তিনি তার বক্তব্যে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার রূপরেখা তুলে ধরে বলেন, “একটি রাষ্ট্রের শান্তি, শৃঙ্খলা, সম্প্রীতি, নিরাপত্তা, সাম্য, সুবিচার, উন্নতি, প্রগতি নির্ভর করে সেই রাষ্ট্রের গৃহীত ব্যবস্থার উপর। সিস্টেম যদি ত্রুটিপূর্ণ হয়, তবে সেখানে শান্তি আসতে পারে না। ইতিহাস সাক্ষী মানবসৃষ্ট কোনো মতবাদই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি, বরং অন্যায় ও সংঘাত সৃষ্টি করেছে। একমাত্র আল্লাহ প্রদত্ত জীবনব্যবস্থাই ন্যায়, সাম্য ও সুবিচার প্রতিষ্ঠা করতে সক্ষম।”
তিনি বলেন, জীবনব্যবস্থা হতে পারে দুই ধরনের- মানবরচিত জীবনব্যবস্থা ও আল্লাহর দেওয়া জীবনব্যবস্থা। এতদিন আমাদের দেশ মানবরচিত জীবনব্যবস্থা অনুযায়ী পরিচালিত হয়ে এসেছে, যা একদিনের জন্যও জাতিকে ঐক্যবদ্ধ হয়ে শান্তিতে থাকতে দেয়নি। গত ৫৩ বছরে ১৭ বার সংবিধানে সংশোধনী আনা হয়েছে, বহু নির্বাচন হয়েছে, নতুন নতুন আইনও প্রণয়ন করা হয়েছে, কিন্তু জাতির একটা মৌলিক সঙ্কটেরও টেকসই সমাধান হয়নি।’
তিনি আরও বলেন, মানবরচিত জীবনব্যবস্থা পৃথিবীতে কোনো কালে শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি। একমাত্র আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে পরিচালিত রাষ্ট্রব্যবস্থাই সকল প্রকার অন্যায়, অবিচার ও বৈষম্য দূর করে একটি অসাম্প্রদায়িক ও শান্তিপূর্ণ সমাজ উপহার দিতে পারে। মানবরচিত ত্রুটিপূর্ণ জীবনবিধানের চর্চা বাদ দিয়ে, আল্লাহর দেওয়া নিখুঁত, ঐশী জীবনবিধান গ্রহণই চলমান সকল সঙ্কট থেকে উত্তরণের একমাত্র পথ।”
তওহীদের ভিত্তিতে আধুনিক রাষ্ট্রনীতি, রাজনৈতিক দল, বিচারব্যবস্থা, মসজিদ ব্যবস্থা, প্রতিরক্ষা ব্যবস্থা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যম, মন্ত্রিপরিষদ, নারীর মর্যাদা ও ভূমিকা, সাম্প্রদায়িক সম্প্রীতি, আইনসভা, সামাজিক সুরক্ষা ইত্যাদি কেমন হবে তার একটি পূর্ণাঙ্গ চিত্র ফুটে ওঠে তার বক্তব্যে।
সংগঠনের ফরিদপুর জেলা সভাপতি মো. রেজাউল করিমের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন- হেযবুত তওহীদের কেন্দ্রীয় প্রচার সম্পাদক, বরিশাল বিভাগীয় সভাপতি শফিকুল আলম উখবাহ বরিশাল অঞ্চলের আঞ্চলিক সভাপতি রুহুল আমিন মৃধা প্রমুখ। তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার স্বপক্ষে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান হেযবুত তওহীদের নেতৃবৃন্দ।