হেযবুত তওহীদ

মানবতার কল্যাণে নিবেদিত

প্রামাণ্যচিত্র প্রদর্শনে নোয়াখালী জেলা প্রশাসকের অনুমোদন

গত ২ মার্চ, ২০১৫ তারিখে ধর্মবিশ্বাসকে জাতীয় উন্নয়নে ব্যবহারের নিমিত্তে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও আলোচনা অনুষ্ঠানের জন্য গণ মিলনায়তন বরাদ্দের আবেদন করা হয়। নোয়াখালী জেলা প্রশাসক বদরে মুনীর ফেরদৌস এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে বলেন।  

প্রামাণ্যচিত্র প্রদর্শনে গাইবান্ধা জেলা প্রশাসকের অনুমোদন

গত ৬ এপ্রিল, ২০১৫ তারিখে ধর্মের অপব্যবহার রোধে নির্মিত “ধর্মবিশ্বাস এক বৃহৎ সমস্যার সহজ সমাধান” শীর্ষক প্রামাণ্যচিত্রটি গাইবান্ধা জেলার সর্বসাধারনের কাছে প্রদর্শনীর ব্যবস্থা করার জন্য জেলা প্রশাসকের কাছে অনুরোধ করা হয়। গাইবান্ধা জেলা প্রশাসক মো: আব্দুস সামাদ এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে বলেন। তিনি বলেন- সকল প্রকার সহযোগীতা প্রদানের জন্য সর্বমহলের কাছে অনুরোধ করছি।

বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনে প্রামাণ্যচিত্রের কপি জমাদান

গত ১৭ মে, ২০১৫ তারিখে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনে ধর্মের অপব্যবহার রোধে নির্মিত “ধর্মবিশ্বাস এক বৃহৎ সমস্যার সহজ সমাধান” শীর্ষক প্রামাণ্যচিত্রের কপি জমা দেওয়া হয়। কপিটি পরিচালকের ব্যাক্তিগত সহকারী মো: রেজাউল করিম গ্রহণ করেছেন।