হেযবুত তওহীদ

মানবতার কল্যাণে নিবেদিত

মোসলেম জাতি যতো দোয়া করছে ততোই মার খাচ্ছে

এমামুযযামান জনাব মোহাম্মদ বায়াজীদ খান পন্নীর লেখা থেকে: বর্তমান মোসলেম নামধারী জনসংখ্যার একমাত্র কাজ হোচ্ছে আল্লাহর কাছে দোয়া চাওয়া। এর ধর্মীয় নেতারা, আলেম, মাশায়েখরা এই দোয়া চাওয়াকে বর্তমানে একটি আর্টে, শিল্পে পরিণত কোরে ফেলেছেন। লম্বা ফর্দ ধোরে লম্বা সময় নিয়ে আল্লাহর কাছে এরা দোয়া কোরতে থাকেন। যেন এদের দোয়া মোতাবেক কাজ করার জন্য আল্লাহ অপেক্ষা […]

নিঃস্বার্থভাবে মানবকল্যাণে কাজ কোরছে হেযবুত তওহীদ

[মো: নুর হোসেন নিলয়] ১৪০০ বছর পূর্বে আল্লাহ্ তাঁর শেষ রসুল, আমাদের প্রিয় নবী মোহাম্মদ (দ:) কে পাঠালেন সমস্ত দুনিয়ায় আল্লাহর সত্যদীন প্রতিষ্ঠার জন্য। তিনি পৃথিবীতে এলেন দু’টি জিনিস নিয়ে হেদায়াহ ও সত্যদীন। তিনি তার সমস্ত জীবন উৎসর্গ কোরলেন একটি মাত্র কাজে, আর সেটি হোল সমস্ত দুনিয়াময় আল্লাহর সত্যদীন প্রতিষ্ঠা করা। তাঁর অবর্তমানেও যেন এই […]

সোনার গম্বুজওয়ালা মসজিদ বানানোর চেয়ে বড় এবাদত হলো নিরন্নকে অন্ন, আশ্রয়হীনকে আশ্রয়দান

রাকীব আল হাসান: আল্লাহর রসুল এবং প্রকৃত উম্মতে মোহাম্মদী খেজুর পাতার ছাউনি দেওয়া মাটির মসজিদ থেকে অর্ধ পৃথিবী শাসন করেছেন, তাঁদের মসজিদসমূহ কোনোই জাঁকজমকপূর্ণ ছিল না। তবু যে ভূখণ্ডে এই জাতি শাসন করেছেন সেখান থেকে সমস্ত অন্যায় অবিচার, যুদ্ধ রক্তপাত, ক্ষুধা দারিদ্র্য, শোষণ এক কথায় সর্ব প্রকার অন্যায় অশান্তি লুপ্ত হয়ে গিয়েছিল। অথচ বর্তমানে সারা […]

ঐক্য আসবে কোন পথে

আতাহার হোসাইন: বর্তমান পৃথিবীতে পশ্চিমা বিশ্বের সৃষ্ট বিদ্যমান বিভাজন নীতি, রাজনৈতিক দলাদলি, ভৌগোলিক স্বার্থচিন্তা বা জাতীয়তাবাদ, ধর্মীয় বিভেদ ইত্যাদিকে কেন্দ্র করে আজ আমরা যখন পৃথিবীকে যুদ্ধ-বিগ্রহ, দ্বন্দ্ব-সংঘাত করে অশান্তিতে ভরিয়ে তুলেছি, পরস্পর মারামারি করে দুর্বল হয়ে পড়েছি তখন আমাদের প্রায় সকলের মধ্যেই এই বিভাজন ভুলে একতাবদ্ধ হওয়ার চিন্তা জাগ্রত হচ্ছে। চিন্তাশীল ও সচেতন মানুষের কাছে […]

ধর্মীয় বিভেদ ও অন্তর্দ্বন্দ্ব সাম্প্রদায়িকতার বিস্তার ঘটিয়েছে কারা?

-সোয়াইব আল হাসান: সমস্ত পৃথিবীর কোটি কোটি আদম সন্তানকে, ভৌগোলিক, অর্থনৈতিক, জাতীয় ইত্যাদি শত-সহস্র ভাগে বিভক্ত করে রেখেছে পশ্চিমা বস্তুবাদী সভ্যতা দাজ্জাল। এসব বিভক্তির মধ্যে সবচেয়ে হৃদয়বিদারক যে বিভক্তি করা হয়েছে তাহলো- ধর্মীয় বিভক্তি। এর পরিণাম হয়েছে সুদূরপ্রসারী, আজও তার ঘানি টেনে বেড়াচ্ছে মানবজাতি। অনেকে বলতে পারেন ধর্মীয় বিভক্তি তো আগে থেকেই ছিল। এটা সত্য […]