২৬শে মার্চ, ২০১৪ ইং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দৈনিক দেশেরপত্রের সিরাজগঞ্জ কাজিপুর উপজেলা অফিস উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটর সহ-সভাপতি ও সাবেক এমপি প্রকৌশলী তানভির শাকিল জয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দেশেরপত্রের ভারপ্রাপ্ত সম্পাদক রুফায়দাহ পন্নী। এসময় উপস্থিত ছিলেন দেশেরপত্রের উপদেষ্টা মসীহ উর রহমান, বাগবাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী হোসেন মল্লিক, রতনকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তাদির বকুল, কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তাফা কামাল কাজল, বাগবাটি ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, দৈনিক দেশেরপত্রের রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধান মনিরুযযামান মনির প্রমুখ।
সভায় প্রধান অতিথি বলেন, দেশেরপত্র প্রকৃত সত্য তুলে ধরে জাতিকে ধর্ম নিয়ে অপপ্রচার থেকে মুক্ত করার জন্য সংগ্রাম করে যাচ্ছে। তিনি দেশেরপত্রের এ ধরনের কার্যক্রমে সার্বিক সহযোগিতা করার প্রতিশ্রুতি প্রদান করেন।