গত ১২মে ২০১৭ তারিখে রাজধানীর উত্তরায় হেযবুত তওহীদের উদ্যোগে সন্ত্রাস, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। উত্তরার রবীন্দ্র সরণি চত্বরে জনসভাটি অনুষ্ঠিত হয়।
দৈনিক বজ্রশক্তির প্রকাশক ও সম্পাদক এস.এম. সামসুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময় অত্যন্ত ভয়াবহ। বিকৃত ধর্মীয় আদর্শ থেকে উদ্ভূত জঙ্গিবাদ দ্বারা বিশ্ব আক্রান্ত। বিশেষ করে মুসলিম দেশগুলোর জন্য ভয়াবহ হুমকি হয়ে দেখা দিয়েছে এই জঙ্গিবাদ। বাংলাদেশও এ হুমকির বাইরে নয়। দেশকে জঙ্গিবাদের হুমকি মোকাবেলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।




Previous image
Next image