ভোলায় দৈনিক দেশেরপত্র ও বজ্রশক্তির কার্যালয় উদ্বোধন

ধর্মব্যবসা, ধর্ম নিয়ে অপরাজনীতি আর জঙ্গিবাদের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ করে ‘এক জাতি এক দেশ, ঐক্যবদ্ধ বাংলাদেশ’ গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে দৈনিক দেশেরপত্র ও দৈনিক বজ্রশক্তি। এই কার্যক্রমকে আরো গতিময় করে তুলতে সারা দেশে বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে পত্রিকা দুইটির কার্যালয়ের উদ্বোধন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ভোলা সদরে উদ্বোধন করা হয়েছে দৈনিক দেশেরপত্র ও বজ্রশক্তি’র জেলা কার্যালয়। এই উপলক্ষে জেলা শহরের নতুন বাজারে কবি মোজাম্মেল হক টাউন হলে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশেরপত্রের জেলা প্রতিনিধি আব্দুস সোবাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলা পৌরসভার মেয়র মো. মনিরুজ্জামান মনির। তিনি তার বক্তব্যে বলেন, “দৈনিক দেশেরপত্র ইসলামের পক্ষে না বিপক্ষে তা বিচার করতে হবে পত্রিকাটির লেখার উপর ভিত্তি করে, পত্রিকাটির কলাম পড়ে। নিন্দুকদের কথায় প্রভাবিত হয়ে পত্রিকাটিকে ইসলামবিদ্বেষী মনে করা ঠিক হবে না।” তিনি বলেন, “পত্রিকাটির বিভিন্ন কলাম পড়ে বোঝা যায়, তারা ইলমামের বিরুদ্ধে নয় বরং প্রকৃত ইসলামের পক্ষে। তার ধর্মের নামে ব্যবসার বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে সংগ্রাম করে যাচ্ছে।”

জনপ্রিয় পোস্টসমূহ