বগুড়ার গাবতলীতে কর্মীসভা

বগুড়ার গাবতলী উপজেলার দূর্গাহাটা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে হেযবুত তওহীদের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গত ০৫ ফ্রেব্রুয়ারি ২০১৮ রোজ সোমবার সন্ত্রাস-জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমাদের করণীয়’ শীর্ষক এ কর্মী সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মো. মোবারক হোসেন, দূর্গাহাটা ইউপি’র সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা আজাহার আলী, দূর্গাহাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান হাজার কণ্ঠে শিক্ষক মো. জহুরুল ইসলাম, দূর্গাহাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মিনারুল ইসলাম, হেযবুত তওহীদের কেন্দ্রীয় কমিটির যুগ্মসাধারণ সম্পাদক নিজাম উদ্দীন প্রমুখ।

সভায় জেলা হেযবুত তওহীদের সদস্য-সদস্যাগণ ছাড়াও স্কুলের শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনতার বিপুল সমাবেশ ঘটে।

অনুষ্ঠানের ভিডিও চিত্র

জনপ্রিয় পোস্টসমূহ