নরসিংদীতে দৈনিক বজ্রশক্তির ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ও বেলাব উপজেলা কার্যালয় উদ্বোধন

‘অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর’ এই স্লোগান নিয়ে আজ থেকে চার বছর আগে দৈনিক বজ্রশক্তি’র পথচলা শুরু। মানবতার কল্যাণে সত্যের প্রকাশ ঘটানোর প্রত্যয় নিয়ে এই অগ্রযাত্রার চার বছর অতিক্রম করে গত ১৯ নভেম্বর ৫ম বছরে পদার্পণ করেছে জাতীয় এ সংবাদপত্রটি। এ উপলক্ষে গতকাল সোমবার এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে নরসিংদীর বেলাবতে পত্রিকাটির উপজেলা কার্যালয় উদ্বোধন ও ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এ উপলক্ষে নারায়ণপুর বাজার সোনালি মাঠ সংলগ্ন মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ এবং দৈনিক বজ্রশক্তির পাঠক, সাংবাদিক ও শুভানুধ্যায়ীবৃন্দ। দৈনিক বজ্রশক্তির প্রকাশক ও সম্পাদক এসএম সামসুল হুদার সভাপতিত্বে আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন হেযবুত তওহীদ এর এমাম হোসাইন মোহাম্মদ সেলিম।

হেযবুত তওহীদের এমাম তাঁর বক্তব্যে বলেন, বাজারের প্রচলিত যে কোনো পত্রিকার চেয়ে দৈনিক বজ্রশক্তির পার্থক্য হচ্ছে, এটা কোনো বাণিজ্যিক ধারার পত্রিকা নয়। সমাজে বিরাজমান যাবতীয় অন্যায়, অবিচার ও অসত্য, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও অপরাজনীতির বিরুদ্ধে মানুষকে সচেতন করার জন্য পত্রিকাটি কাজ করে যাচ্ছে।

জনপ্রিয় পোস্টসমূহ