সীমাহীন অপপ্রচার ,হত্যার হুমকি, হামলার উস্কানির ফতোয়া দিয়ে দাঙ্গাসৃষ্টির ষড়যন্ত্র কারীদের অবিলম্বে গ্রেফতারের দাবীতে সংবাদ সম্মেলন করেছে হেযবুত তওহীদ কিশোরগঞ্জ জেলা শাখা। কিশোরগঞ্জ প্রেসক্লাবে সোমবার সকাল ১১.০০ঘটিকায় সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এতে হেযবুত তওহীদের কিশোরগঞ্জ জেলা সভাপতি ইমরুল কায়েস মূল বক্তব্য উপস্থাপন করেন এবং হেযবুত তওহীদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ বিভাগীয় প্রধান মোঃ এনামুল হক বাপ্পা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। তিনি বলেন, গুজব রটিয়ে মিথ্যা অপবাদ প্রচার করে সাধারণ ধর্মপ্রান মানুষের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে এবং সোশ্যাল মিডিয়াতে হেযবুত তওহীদের মাননীয় এমাম হোসাইন মোহাম্মদ সেলিমসহ সকল সদস্যদের প্রাননাশের হুমকি দিয়ে যাচ্ছে । যার ফলে নিরাপত্তাহীনতায় আতঙ্কগ্রস্থ অবস্থায় জীবন যাপন করছে তারা । সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি সকলের নিরাপদ জীবনযাপনের ও অপপ্রচারকারীদের কে অনতিবিলম্বেে আইনের আওতায় এনে যথাযথ বিচারের দাবী জানান।
কিশোরগঞ্জে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন
এ সময় উপস্থিত ছিালেন কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিক সুবীর বসাক, জেলা প্রতিনিধ দৈনিক ইত্তেফাক, সাইফ উদ্দীন আহম্মেদ লেলিন, কিশোরগঞ্জ প্রতিনিধ বাংলাদেশ প্রতিদিন , মো” আবু তাহের জেলা প্রতিনিধি ৭১ টিভি, ফাইজুল হক গোলাপ, জেলা প্রতিনিধি, দেশ বার্তা, মোঃ আনোয়ার হোসেন , জেলা প্রতিনিধি ,দৈনিক বর্তমান. এম এ আকবর খন্দকার, বার্তা সম্পাদক,দৈনিক শতাব্দীর কন্ঠ, মোঃ শরফদ্দীন হোসাইন জীবন , জেলা প্রতিনিধি , বিজয় টিভি. আব্দুর রব . জেলা প্রতিনিধি , কলকাতা টিভি, সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
Leave A Comment