রোড টু ফিলিস্তিন ( কাঁটাতারে ব্যর্থ মুসলিম বিশ্বভ্রাতৃত্বের আবেগ )
একই তো পৃথিবী, একটাই মানবজাতি। কিন্তু কোথাও দেখি আদিগন্ত জনহীন প্রান্তর আবার কোথাও কাঁটাতারের সীমানায় বন্দী লক্ষ লক্ষ মানুষ; পা রাখবার জায়গাটি নেই। সেখানে অন্ন নেই, বস্ত্র নেই, মানবাধিকার নেই। মানুষ পশুর জীবন কাটায়। তবে কি পৃথিবীর আয়তন এর জনসংখ্যার তুলনায় অপর্যাপ্ত, নাকি মানুষই কৃত্রিম সংকট তৈরি করে এই দমবন্ধ করা অবিচার সৃষ্টি করেছে? হ্যাঁ। […]