হেযবুত তওহীদ

মানবতার কল্যাণে নিবেদিত

সংস্কৃতির মাধ্যমে ধর্মের প্রকৃত রূপ উদ্ভাসন

একটা মহাসত্য আমাদের এই ষোল কোটি বাঙালিকে হৃদয় দিয়ে উপলব্ধি করতে হবে; সেটা হলো, সময় সবসময় সমান যায় না। বর্তমান সময়টা আমাদের জন্য গভীর এক সংকটকাল। আমাদের সমাজ, দেশ, জাতি এক ঘোরতর সংকটে নিমজ্জিত। আমাদের অমূল্য সম্পদ ধর্মবিশ্বাস অর্থাৎ ইমানকে একটি স্বার্থান্বেষী গোষ্ঠী বার বার ভুলপথে প্রবাহিত করে একাধারে ধর্মকে কালিমালিপ্ত করছে ও জাতির অকল্যাণ […]

মহানবীর (সা.) আগমনের উদ্দেশ্য

আমরা যারা নিজেদেরকে উম্মতে মোহাম্মদী বলে বিশ্বাস করি, আমাদের কাছে কিছু প্রশ্নের উত্তর সুস্পষ্ট, এক ও অভিন্ন থাকতে হবে। যেমন রসুলাল্লাহর আগমনের উদ্দেশ্য কী? আল্লাহ কেন তাঁকে পাঠিয়েছেন? তাঁর সমগ্র সংগ্রামী ও কর্মময় জীবনের উদ্দেশ্যই বা কী ছিল। এই উদ্দেশ্য সম্বন্ধে জানার নামই হলো আকিদা অর্থাৎ কোনো জিনিস বা বিষয় সম্পর্কে সম্যকভাবে জানা (Comprehensive Concept)। […]

জনতার প্রশ্ন – আমাদের উত্তর

প্রশ্ন: হেযবুত তওহীদ মানুষকে কলেমার দিকে আহ্বান করছে। কলেমাকেই সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। কিন্তু অন্যান্য ফরজ ও সুন্নত আমলগুলো পালন করার নসিহত করছে না কেন? উত্তর: আল্লাহর রসুল (সা.) তাঁর মক্কার ১৩ বছরের জীবনে মানুষকে শুধু কলেমা “লা ইলাহা ইল্লাল্লাহ, মোহাম্মাদুর রসুলাল্লাহ (সা.)” এই কথার উপর ঐক্যবদ্ধ করার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। তাই এখনও আমাদের কর্তব্য […]

কারা সেই জান্নাতি ফেরকা?

আল্লাহর রসুলের ভবিষ্যদ্বাণীগুলোর মধ্যে উল্লেখযোগ্য একটি ভবিষ্যদ্বাণী হচ্ছে, “এমন এক সময় আসবে যখন আমার উম্মাহ তিয়াত্তর ভাগে বিভক্ত হয়ে যাবে এবং এদের মধ্যে একটি ভাগ ছাড়া বাকি সবাই আগুনে নিক্ষিপ্ত হবে। উপস্থিতগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসুল, সেই একটি ভাগ কারা যারা সত্যের উপর অটল থাকবে? আল্লাহর রসুল বললেন, আমি ও আমার সাহাবিদের অনুসৃত পথকে […]