হেযবুত তওহীদ

মানবতার কল্যাণে নিবেদিত

শিক্ষা নাকি অপশিক্ষা?

মোহাম্মদ ইয়ামীন খান: একজন অশিক্ষিত মানুষের সাথে একজন শিক্ষিত মানুষের পার্থক্য হবে কোথায়? আমার মতে- চরিত্রে, মননে, চিন্তায়। মোটেও পোশাক আশাকে নয়। অশিক্ষিত মানুষ আত্মকেন্দ্রিক স্বার্থপরের মত  জীবনযাপন করবে। পশুর মত আহার বিহার নিদ্রা করেই জীবন পার করে দেবে। সমাজের প্রতি কোনো দায়বদ্ধতা উপলব্ধি করবে না। দেশের জন্য নিজেকে উৎসর্গ করার চেতনা তার মধ্যে থাকবে […]