হেযবুত তওহীদ

মানবতার কল্যাণে নিবেদিত

প্রামাণ্য চিত্র প্রদর্শনে ধর্ম মন্ত্রণালয়ের অনুমোদন

গত ২৯ মার্চ, ২০১৫ তারিখে ধর্মের অপব্যবহার রোধে নির্মিত ‘ধর্মবিশ্বাস এক বৃহৎ সমস্যার সহজ সমাধান’ শীর্ষক প্রামাণ্যচিত্রটি ধর্মীয় প্রতিষ্ঠানসমূহে প্রদর্শনীর ব্যবস্থা গ্রহনের জন্য ধর্ম মন্ত্রণালয়ে আবেদন করা হয়। উক্ত আবেদন পত্রে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে স্বাক্ষর করেন।  

প্রামাণ্য চিত্র প্রদর্শনে দিনাজপুর-১ সংসদ সদস্যের অনুমোদন

’ধর্মবিশ্বাস: এক বৃহৎ সমস্যার সহজ সমাধান’ ‘ধর্মব্যবসা ও ধর্ম নিয়ে অপরাজনীতির ইতিবৃত্ত’ এবং ‘একজাতি একদেশ, ঐক্যব্ধ বাংলাদেশ’ শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শনের জন্য দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল সুপারিশ করেন। তিনি বলেন- জঙ্গীবাদ বিরোধী কর্মকান্ডে সহযোগীতার জন্য সুপারিশ করছি।  

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রামাণ্যচিত্র প্রদর্শনীর অনুমোদন

জনবহুল স্থানসমূহ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ‌’ধর্মবিশ্বাস: এক বৃহৎ সমস্যার সহজ সমাধান’ ‘ধর্মব্যবসা ও ধর্ম নিয়ে অপরাজনীতির ইতিবৃত্ত’ এবং ‘একজাতি একদেশ, ঐক্যব্ধ বাংলাদেশ’ শীর্ষক প্রামাণ্যচিত্র অনুষ্ঠানের আয়োজন করার অনুমতি প্রদানে গত ২৯ জানুয়ারি, ২০১৫ তারিখে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে আবেদন করা হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপমন্ত্রী আবেদনটি গ্রহণ করেন এবং অনুমতি প্রদান করেন।

খানকার চার দেয়ালের অভ্যন্তরে কামেলিয়াত নেই

মসীহ উর রহমান: আদম (আ.) থেকে শেষ নবী (সা.) পর্যন্ত আল্লাহ যুগে যুগে তওহীদভিত্তিক দীনগুলো পাঠিয়েছেন একটা ভারসাম্য দিয়ে। প্রত্যেকটিতে একদিকে যেমন মানুষের জন্য রাজনীতিক ও আর্থ-সামাজিক বিধান রয়েছে-তেমনি তার আত্মার উন্নতির প্রক্রিয়াও রয়েছে। দু’দিকেই সমান এবং একটাকে বাদ দিয়ে অন্যটা একেবারে অচল। মানুষ যেমন দুপায়ে চলে, এক পায়ে চলতে পারে না, দীনও একটাকে বাদ […]

পৃথিবীর শ্রেষ্ঠতম বিপ্লবী ও শান্তির দূত বিশ্বনবী (সা.)

এম. এ. সামাদ: আল্লাহর প্রেরিত সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ বার্তাবাহক মহানবী (সা.) সত্যদীনের অধীনে আরবের অজ্ঞাত, অখ্যাত, রিক্ত-নিঃস্ব, নিরক্ষর মরুবাসীদের ঐক্যবদ্ধ করে তিলে তিলে গড়ে তুললেন মানব ইতিহাসের বিস্ময়কর এক জাতি, অপরাজেয় অপ্রতিরোধ্য মৃত্যু-ভয়হীন এক বিপ্লবী জাতি। এই জাতির লক্ষ্য ও উদ্দেশ্য, সেই লক্ষ্য অর্জনের প্রক্রিয়া, তাদের নিরলস সংগ্রাম সম্পৃক্ততার ইতিহাস বিচার করলে জাতিটিকে পৃথিবীর ইতিহাসের […]