মানবজাতি হোক এক পরিবার
হেযবুত তওহীদ বাংলাদেশের একটি অরাজনৈতিক ধর্মীয় সংস্কারমূলক আন্দোলন। এ আন্দোলনটি যিনি প্রতিষ্ঠা করেন মোহাম্মদ বায়াজীদ খান পন্নী, তিনি অত্যন্ত অভিজাত একটি পরিবারের সন্তান। সুলতানি যুগে তাঁর পূর্বপুরুষরা বাংলা সালতানাতের সুলতান, মুঘল যুগে ছিলেন আতিয়া পরগনার সুবেদার আর ব্রিটিশ যুগে ছিলেন করটিয়ার জমিদার। বাংলাদেশের মুসলিম নব-জাগরণ, রাজনীতি, শিক্ষা ও সংস্কৃতির প্রসারে তাঁর পূর্ব-পুরুষদের ঐতিহাসিক ভূমিকা রয়েছে। […]