হেযবুত তওহীদ

মানবতার কল্যাণে নিবেদিত
Cover 27

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পৃথিবীকে কোন দিকে নিয়ে যাচ্ছে?

বিষয়বস্তু

রমজান আসলেই সমস্ত মুসলিম বিশ্বে হুলুস্থুল পড়ে যায়। ব্যাপক প্রস্তুতি চলতে থাকে ঘরে ঘরে। এত রোজা রাখার পরেও মানুষ এখানে আত্মকেন্দ্রিক এবং স্বার্থপর। তারা আল্লাহর হুকুম দিয়ে সমাজ পরিচালিত করে না। প্রতি বছর মুসলিম বিশ্বে সওম পালিত হচ্ছে, তারা নাকি খাদ্যগ্রহণ নিয়ন্ত্রণ করছেন। প্রশ্ন হলো, যদি নিয়ন্ত্রণই করে থাকেন তাহলে প্রতি বছর রমজান মাসে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কেন হয়? আমাদের সমাজে অন্যায় অবিচার অন্য মাসের মতোই চলমান থাকে কেন? সত্যমিথ্যা, ন্যায়-অন্যায়ের বোধ (তাকওয়া) যখন সৃষ্টি হচ্ছে না, তার অর্থ দাঁড়াচ্ছে আমাদের সওম হচ্ছে না। কারণ সওমের উদ্দেশ্যই হচ্ছে তাকওয়া সৃষ্টি (সুরা বাকারা ১৮৩)। সওম যে হবে না এ কথাটিই রসুলাল্লাহ (সা.) বলেছেন, এমন সময় আসবে যখন মানুষ সওম রাখবে কিন্তু সেটা না খেয়ে থাকা হবে। এমনই নানা অসঙ্গতি ও প্রশ্নের জবাব খুঁজে পাওয়া যাবে এ সংকলনের প্রবন্ধগুলোতে।