হেযবুত তওহীদ

মানবতার কল্যাণে নিবেদিত
Artboard-1

মহাযুদ্ধ শুরু হলে বাংলাদেশ কি পারবে নিরপেক্ষ থাকতে

বিষয়বস্তু

পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতরকে কেন্দ্র করে এবারের সংকলনটি সাজানো হয়েছে। তবে গতানুগতিক ধর্মীয় ইবাদতবন্দেগীর মধ্যেই লেখাগুলো সীমাবদ্ধ থাকেনি, ইসলামের আলোকে আধুনিক বিশ্বের বিভিনড়ব সঙ্কট ও তার সমাধানের পথ-নির্দেশনাও উঠে এসেছে বহু রচনায়। বিশ্ব এখন বহুমুখী সঙ্কটে জর্জরিত হয়ে পড়েছে। রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, পারিবারিক, জাতীয়, আন্তর্জাতিক- সমস্ত অঙ্গন দূষিত হয়ে পড়েছে। ১৬ হাজার পারমাণবিক বোমা প্রস্তুত রাখা হয়েছে, যে কোনো সময় বিস্ফোরণের সঙ্গে সঙ্গে মহাবিপর্যয় নেমে আসবে পৃথিবীতে। রাষ্ট্রে রাষ্ট্রে চলছে অস্থিরতা। যুদ্ধ-মহাযুদ্ধ থামছেই না। একদিকে সম্পদের পাহাড় সাজিয়ে ভোগ-বিলাসিতায় মেতে আছে কিছু মানুষ, আরেকদিকে কোটি কোটি মানুষ ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে। দুমুঠো চালের অভাবে ঘাস খাচ্ছে, মাটি খাচ্ছে। মজলুমের এই ত্রাহি আর্তনাদ দূর করার জন্যই তো এসেছিল ইসলাম।