এখনো কি চলমান সিস্টেম পরিবর্তনের সময় হয়নি?
মো. মশিউর রহমান মানুষের সমাজটি এক অর্থে মানবদেহের মতোই। দেহ যেমন রোগাক্রান্ত হলে যথাসময়ে চিকিৎসা করতে হয় তেমনি সমাজব্যবস্থা ও রাষ্ট্রের মধ্যেও নানাবিধ সমস্যা রোগের মতোই কুপ্রভাব বিস্তার করে। সেই সমস্যাকে বয়ে না বেড়িয়ে তৎক্ষণাৎ সমাধানের ব্যবস্থা গ্রহণ করতে হয়। কোনো ওষুধে যদি মানুষের অসুখ ভালো না হয় তখন ওষুধ পরিবর্তন করতে হয়। অকার্যকর ওষুধ পরিবর্তনের ক্ষেত্রে একজন দক্ষ চিকিৎসক [...]