আমলের পূর্বশর্ত মো’মেন হওয়া
মুস্তাফিজ শিহাব আমাদের মুসলমানদের সমাজে একটি ভ্রান্ত ধারণা প্রতিষ্ঠিত রয়েছে যে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদিই ইসলামের মূল বিষয়। যদি এ সমস্ত আমল ঠিকভাবে করা যায় তাহলেই আল্লাহ খুশি হয়ে জান্নাত দান করবেন। কিন্তু তারা ভুলে যান যে এই আমলগুলো করার জন্য যে বিষয়টি অত্যাবশ্যক সেই বিষয়টি হচ্ছে ঈমান। বুখারী শরীফে রয়েছে ইসলামের মৌলিক বিষয় পাঁচটি। কিন্তু অনেককে প্রশ্ন [...]