রাজধানীতে হিজবুত তাওহীদ আয়োজিত জনসভায় বক্তারা: সন্ত্রাসবাদ নির্মূলে সাধারণ জনতার নির্বিকার থাকার সুযোগ নেই
গত ৩০ জানুয়ারি রাজধানীতে হিজবুত তাওহীদ আয়োজিত এক জনসভায় বক্তারা বলেন, বৈশ্বিক সন্ত্রাসবাদ পৃথিবীকে এক মহাযুদ্ধের দ্বারপ্রান্তে উপনীত করেছে। বাংলাদেশেও একটি ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করার হীন উদ্দেশ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। এই পরিস্থিতিতে জাতি ও দেশকে নিরাপদ রাখতে ষোল কোটি মানুষ সকল প্রকার সন্ত্রাস-জঙ্গিবাদ-ধর্মব্যবসা-অপরাজনীতি এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, সত্য ও ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ হওয়া অপরিহার্য। এখন সন্ত্রাসবাদ নির্মূলে কোনোভাবেই সাধারণ জনতার নির্বিকার থাকার সুযোগ নেই। [...]