হেযবুত তওহীদ

মানবতার কল্যাণে নিবেদিত

মো’মেনের বৈশিষ্ট্য

মসীহ উর রহমান
১. আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানবে না।
২. জীবন সম্পদকে মানবতার কল্যাণে উৎসর্গ করবে।
৩. হুজুগে মাতবে না ও গুজবে কান দেবে না।
৪. মো’মেনরা পৃথিবীতে ন্যায়-প্রতিষ্ঠা করবে।
৫. মো’মেনরা নিজেদের মধ্যে দয়া-মায়ায় (রুহামা) পূর্ণ হবে।
৬. তারা ইসপাতের মতো দৃঢ় ঐক্যবদ্ধ থাকবে।
৭. তারা পিঁপড়ার মতো সুশৃঙ্খল হবে।
৮. তারা মালায়েকের মতো তাদের নেতার আনুগত্য করবে।
৯. তারা লক্ষ্যে থাকবে একাগ্র (হানিফ)।
১০. সত্য প্রতিষ্ঠার সংগ্রামে তারা হবে দৃঢ়, অটল, সংশপ্তক (সাবের)।
১১. তারা হবে মোহাজের অর্থাৎ হেজরতকারী। সকল অন্যায়, কুফর, শেরক, তাগুত থেকে তারা সদা-সর্বদা নিজেদেরকে পৃথক রাখবে। অন্যায় অসত্যকে বয়কট করবে।
১২. তারা হবে সর্বদা সজাগ, সতর্ক।
১৩. তারা হবে যুক্তিবোধসম্পন্ন, উদার চিন্তার অধিকারী। কোনো কূপম-ূকতা, অন্ধবিশ্বাস, যুক্তিহীনতা তাদের চরিত্রে থাকবে না।
১৪. তাদের জাতি হবে প্রচ- গতিশীল, উদ্যমী। চিন্তা ও কর্মের স্থবিরতা তাদেরকে ¯পর্শ করবে না।
১৫. তারা হবে প্রচ- সাহসী, দুর্নিবার, দুর্বিনীত। আল্লাহ ছাড়া কোনো শক্তির কাছেই তারা মাথা নত করবে না।
১৬. তারা হবে রুকুকারী, সেজদাকারী অর্থাৎ আল্লাহর হুকুমের সামনে, তার শ্রেষ্ঠত্বের সামনে মো’মেন হবে দ্বিধাহীন, প্রশ্নহীন, শর্তহীন আনুগত্যকারী (সাজেদিন), বিনীত, নম্র (কানেতিন), আত্মসমর্পিত (মুসলিম)।
১৭. সমাজে বিরাজিত যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে সর্বাবস্থায় সোচ্চার সংগ্রামী (মোজাহেদ)।
১৮. তার সমস্ত আমল হবে দুনিয়া ও আখেরাতের ভারসাম্যে পূর্ণ (ওয়াসাতা), উভয় জীবনকে সামনে রেখে।
১৯. দীনের সমস্ত কাজ সে করবে অকপটচিত্তে (মোখলেস), কোনো লোক দেখানো কাজ সে করবে না, বৈষয়িক স্বার্থেও করবে না।
২০. দীন নিয়ে বাড়াবাড়ি করবে না। অন্যের ব্যক্তিগত বিশ্বাসের উপর কটাক্ষ, বিদ্রƒপ করে তার ধর্মকে হেয় প্রতিপন্ন করবে না।
(চলমান…)

সার্চ করুন

যুক্ত হোন আমাদের ফেসবুক পেজের সাথে...