হেযবুত তওহীদ

মানবতার কল্যাণে নিবেদিত

কবিতা ‘ধর্ম হবে সর্বময়’

ধর্ম হবে সর্বময়

রিয়াদুল হাসান

ধর্ম থাকুক মর্মে,
আমার সকল কর্মে,
সবার সমাজ চিন্তায়,
ইলিশ মরিচ পান্তায়।
নয়তো শুধু মন্দিরে,
মসজিদেরই অন্দরে,
ধর্ম রবে নিশ্বাসে,
ভিত্তি হয়ে বিশ্বাসে।
মানুষ হওয়ার শিক্ষাতে,
ত্যাগীর জীবন দীক্ষাতে,
শান্তি এবং সংগ্রামে,
ঈসা-মুসা-শিব-রামে।

অপরাধীর সন্তাপে,
আদিপিতার সেই পাপে।
ধর্ম রবে ক্রন্দনে,
শুদ্ধ প্রেমের স্পন্দনে।

বজ্র হয়ে দণ্ডদান,
খড়গ হয়ে রক্ত স্লান,
দুর্বিনীতের অহংকার,
চূর্ণ করার অঙ্গীকার।
ধর্ম শোনায় সে মন্ত্র,
দেয় নিরাপস চরিত্র।

স্রষ্টাকে আর সৃষ্টকে,
আস্তিকে আর নাস্তিকে।
ধর্ম সেতুর বন্ধনে,
বাঁধে আদম সন্তানে।

ধর্ম থাকুক সংগীতে,
থাক সেতারের তন্ত্রীতে।
চারুকলার চত্ত্বরে,
দিন-বদলের মন্তরে।

জন্ম হতে মৃত্যুক্ষণে,
মন্দ-ভালোর বিভাজনে,
ধর্ম হবে নির্দেশক,
যেমনি জ্বলে সূর্যালোক।

ধর্ম হবে সর্বময়,
সত্য যেমন সবার হয়।

সার্চ করুন

যুক্ত হোন আমাদের ফেসবুক পেজের সাথে...