হেযবুত তওহীদ

মানবতার কল্যাণে নিবেদিত

সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সর্বধর্মীয় নারী সম্মেলন

123

সিলেট জেলা পরিষদ মিলনায়তনে দেশেরপত্র ও বজ্রশক্তির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে সর্বধমীয় নারী সম্মেলন। “মানবজাতির চলমান সঙ্কট মোকাবেলায় নারীর কর্তব্য” শীর্ষক আলোচনা সভায় যামানার এমাম জনাব মোহাম্মদ বায়াজীদ খান পন্নীর প্রস্তাবনার ভিত্তিতে সমগ্র মানবজাতিকে ধর্ম ব্যবসা, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতাসহ সকল প্রকার অন্যায় অশান্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ করার ব্যাপারে সময় উপযোগী আলোচনা করা হয়।  সর্বধর্মীয় সম্মেলনে সিলেট জেলা পরিষদ হল রুমে উপস্থিত বাম থেকে গীতবিতান বাংলাদেশ এর পরিচালক এবং শিল্পকলা একাডেমির সিনিয়র সংগীত প্রশিক্ষক অনিমেষ বিজয় চৌধুরী, সিলেট প্রেস বিটারিয়ান চার্চ এর সহকারী পুরোহিত ডিকন নিঝুম সাংমা, মুক্তিযোদ্ধা সংসদ এর সিলেট জেলা কমান্ডার শ্রী সুব্রত চক্রবর্তী জুয়েল, অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেছা হক, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ.এফ. মো. রুহুল আনাম চৌধুরী (মিন্টু), দৈনিক দেশেরপত্রের ভারপ্রাপ্ত সম্পাদক শাহানা পন্নী রুফায়দাহ, বিশেষ প্রতিনিধি আজমল হোসাইন, পিছনের সারিতে বাম থেকে আব্দুল হক জেলা সহকারী মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মন্তাজ মিয়া, সাপ্তাহিক সিলেটের আওয়াজ এর প্রকাশক ও সম্পাদক এবং জেটিভি অনলাইন এর সদর প্রতিনিধি শাহজাহান সেলিম বুলবুল, সাবেক গোয়াইনঘাট উপজেলা ভাইস চেয়ারম্যান খুদেজা রহিম কলি, বাংলাদেশ বেতার শিল্পী শান্তা রানী বর্ধন শিল্পী এবং আওয়ামী লীগ নেতা মো. শাহজাহান।

 

সার্চ করুন

যুক্ত হোন আমাদের ফেসবুক পেজের সাথে...