হেযবুত তওহীদ

মানবতার কল্যাণে নিবেদিত

বগুড়ার ফাঁপোর পূর্বপাড়ায় ধর্মসভা

১০ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে বগুড়ার ফাঁপোর পূর্বপাড়া জামে মসজিদ কমিটির আয়োজনে “জঙ্গিবাদ, সন্ত্রাস ও সাম্প্রদায়িকতাসহ যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে তাফসিরুল কোর’আন মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিম। মাহফিলে দ্বিতীয় বক্তা হিসাবে বক্তব্য দেন মাও. মো. ওমর ফারুখ (উজ্জল)।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান প্রভাষক মো. মহররম আলী। বিশেষ অতিথি হিসাবে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মাহফিলে এমাম হোসাইন মোহাম্মদ সেলিম বক্তব্যের শুরুতেই বলেন- “আমার বক্তব্য কোনো গতানুগতিক ওয়াজ মাহফিলের বক্তব্য নয় যে, আপনারা সারারাত জেগে ওয়াজ শুনলেন, হাসলেন, কাঁদলেন তারপর বাড়ি ফিরে গিয়ে সব ভুলে গেলেন আর আমি পকেট ভর্তী টাকা নিয়ে সন্তুষ্ট হয়ে ফিরে গেলাম। আমার বক্তব্য হৃদয় দিয়ে উপলব্ধি করতে হবে, আমাদের কী করণীয় তা নিয়ে ভাবতে হবে। আমি মানবজাতির এক মহা সঙ্কট নিয়ে কথা বলার জন্য এখানে এসেছি, মুসলিম জাতির চরম বিপদ নিয়ে কথা বলার জন্য এখানে এসেছি, বাঙালি জাতির মুক্তির কথা বলার জন্য এখানে এসেছি, আপনাদের ভবিষ্যৎ কীভাবে নিরাপদ করা যায় সে বিষয় নিয়ে কথা বলার জন্য এখানে উপস্থিত হয়েছি।”

অনুষ্ঠানের ভিডিও

সার্চ করুন

যুক্ত হোন আমাদের ফেসবুক পেজের সাথে...