১২ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে রংপুরের পীরগাছায় এক বিরাট ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। যেখানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের মাননীয় এমাম হোসাইন মোহাম্মদ সেলিম। পীরগাছার ছিদামহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সন্ত্রাস, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন। বিশেষ অতিথি ছিলেন পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: তছলিম উদ্দিন, ২নং পারুল ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবিএম মিজানুর রহমাস সাজু, ২নং পারুল ইউনিয়ন পুলিশিং কমিউনিটি সদস্য সচিব মো: আব্দুল আউয়াল, ২নং পারুল ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: মনতাজুর রহমান জিল্লাল, ২নং পারুল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: মজিবর রহমান, সাংবাদিক ও সমাজ সেবক মো: মকবুল হোসেন এবং অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
![12.02.2017_Rongpur Chidamhat Mahfil_Emotion and Exit (4)-min-min](https://www.hezbuttawheed.org/wp-content/uploads/2017/02/12.02.2017_Rongpur-Chidamhat-Mahfil_Emotion-and-Exit-4-min-min.jpg)
![12.02.2017_Rongpur Chidamhat Mahfil_Audience (67)-min-min](https://www.hezbuttawheed.org/wp-content/uploads/2017/02/12.02.2017_Rongpur-Chidamhat-Mahfil_Audience-67-min-min.jpg)
![12.02.2017_Rongpur Chidamhat Mahfil_Audience (59)-min-min](https://www.hezbuttawheed.org/wp-content/uploads/2017/02/12.02.2017_Rongpur-Chidamhat-Mahfil_Audience-59-min-min.jpg)