হেযবুত তওহীদ

মানবতার কল্যাণে নিবেদিত

অকারণ সন্দেহের বলি হয়েছে হেযবুত তওহীদ

রিয়াদুল হাসান: আত্মাহীন, আল্লাহহীন ধর্মনিরপেক্ষ জীবনব্যবস্থায় মানুষ দিন দিন যত বেশী অভ্যস্ত হয়ে উঠছে, ততই তাদের মধ্য থেকে সততা, ন্যায়নিষ্ঠা, সত্যবাদিতা, ওয়াদারক্ষা ইত্যাদি নৈতিক সদ্গুণাবলী দুর্লভ হয়ে যাচ্ছে। ব্যক্তিগত, দলীয়, জাতীয় স্বার্থের চক্রেই আবর্তিত হচ্ছে গোটা মানবজাতি, স্বার্থসিদ্ধিই হচ্ছে তাদের কাছে ন্যায়নীতির কার্যকর মানদণ্ড। এই বস্তুবাদী জীবনব্যবস্থার প্রভাবে প্রতিটি মানুষের মধ্যে সুপ্ত হিংস্র পশুটি প্রবল […]