হেযবুত তওহীদ

মানবতার কল্যাণে নিবেদিত

সাতক্ষীরায় হেযবুত তওহীদের আলোচনা সভা


সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, মাদক, ধর্মব্যবসা, ধর্ম নিয়ে অপরাজনীতিসহ সর্বপ্রকার অন্যায়-অবিচারমুক্ত একটি শান্তিপূর্ণ সমাজ গঠনের লক্ষ্যে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিম। গতকাল সাতক্ষীরায় ‘সন্ত্রাস, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা রোধে আমাদের করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন তিনি।
সাতক্ষীরা জেলা শহরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি ছিলেন, হেযবুত তওহীদের সাধারণ সম্পাদক, জেটিভি নিউজের চেয়ারম্যান ও বাংলাদেশ অনলাইন টেলিভিশন এসোসিয়েশনের সভাপতি মো. মশিউর রহমান, হেযবুত তওহীদের সাংগঠনিক সম্পাদক মো. সাইফুর রহমান, ডা. মাহবুব আলম মাহফুজ, ঝিনাইদহ জেলা হেযবুত তওহীদের সভাপতি শামীম আশরাফ এবং সাতক্ষীরা জেলা সভাপতি এস এম নূর আলম।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, একজন মানুষ হিসেবে, একজন নাগরিক হিসেবে আমরা কেবল ব্যক্তিগত বিষয়াদী নিয়ে ব্যস্ত থাকতে পারি না। সমাজ, দেশ, জাতির উন্নতি শান্তি সমৃদ্ধির বিষয়েও আমাদেরকে ভাবতে হবে। সবকিছু বাদ দিয়ে স্বার্থপর ও আত্মকেন্দ্রিক জীবন যাপন করা আমাদের উচিৎ নয়। তাই সমাজের কল্যাণে, মানবতার কল্যাণে আমাদেরকে কাজ করতে হবে, এগিয়ে আসতে হবে।
হেযবুত তওহীদের সর্বোচ্চ এই নেতা বলেন, একটি জাতির সার্বিক উন্নতি, প্রগতি, নির্ভর করে সেই জাতি কার সার্বভৌমত্বের উপর প্রতিষ্ঠিত সেটার উপর। আজকে সমগ্র মানবজাতি বস্তুবাদী একচোখা দানব দাজ্জালের সার্বভৌমত্বের উপর প্রতিষ্ঠিত। তাই অনিবার্জ ভাবেই মানবজাতি আজ বহুবিধ সমস্যায় জর্জরিত। কোথাও শান্তি নেই। কিন্তু আমরা যদি এক আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে ঐক্যবদ্ধ হতে পারি, ¯্রষ্টার সার্বভৌমত্বকে জীবনের প্রতিটি অঙ্গনে প্রতিষ্ঠা করতে পারি তাহলে এই সমাজে নেমে আসবে অনাবিল শান্তি।
হোসাইন মোহাম্মদ সেলিম বলেন, সেই কাক্সিক্ষত শান্তিপূর্ণ সমাজ গঠনের লক্ষ্যেই কাজ করে যাচ্ছে হেযবুত তওহীদ। আমাদের এই পথচলা মানবতার কল্যাণের জন্য, দেশ ও জাতির সমৃদ্ধির জন্য। সুতরাং এই মহৎ কাজে সকলেরই এগিয়ে আসা উচিত। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের প্রতি সেই আহ্বান থাকল।

অনুষ্ঠানের ভিডিও চিত্র

সার্চ করুন

যুক্ত হোন আমাদের ফেসবুক পেজের সাথে...